আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
20 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (4 points)
আসসালামু-আলাইকুম,


আমার বয়স ২২ বছর। আমি খুবই গরীব অসহায় মানুষ,রিক্সা চালাবো এই নিয়তে একটি রিকশা কিনতে যাই, আমার কাছে ৬৮,০০০ টাকা ছিলো, সেখানে রিকশা বিক্রেতা আমাকে,  ৭৪০০০ দাম বলে একটি রিকশা,তখন আমি ৬৮,০০০ বলাতে সে আমাকে বলে এই দামেতো দেওয়া সম্ভব না, আপনি একটা কাজ করেন আপনি ৬৮,০০০ টাকা দেন, আর বাকি ৬ হাজার টাকা পরে দিয়েন, আমাকে সে রিকশা টপ ক্লাস রিকশার পার্টস ১ নাম্বার এইসব বলে রিকশা ধরিয়ে দেয় ৬৮,০০০ টাকাতেই, আর বলেযে বাকি ৬০০০ দিয়ে দিয়েন কেমন,
কিন্তু বাসায় আনার পরে নতুন রিকশা ১/২ দিন চালানো পরেই, রিকশা লক্কর ঝক্কর শুরু করসে, ঝালাই ছুটে গেসে, রঙ একাকী উঠে যায়, রঙ তো যেনো মনে হয় পলিথিনের আবরন,নতুন রিকশা আমি কিনেছি, কারন নতুন মানে তো নতুনই, এটা নিয়ে আমি মিস্ত্রির কাছে যাবো কমপক্ষে ৬ মাস পরে, কারন আজকে বাজার থেকে নতুন গাড়ি আনলে নষ্ট হবে পুরানো হলে, কিন্টু তার দেওয়া গাড়িতে নানাবিধ সমস্যা,
তারপর তার গাড়ী আনার পর থেকে এখন পর্যন্ত মাত্র ২/৩ দিনেই গাড়ি ঠিক করতে হইসে ২/৩ বার,, গাড়ি মনে হয়না ২ মাসও ভালো ভাবে চালানো যাবে এখনই যেই লক্কর ঝক্কর শুরু করে দিসে,

আমি গাড়ি যার থেকে কিনেছি তাকে ৭/৮ টা ফোন দিসি, সে ফোনই ধরে না, শেষ মেষ একবার ধরসে ধইরা বলে যে আমি ব্যস্ত আছি বাইক চালাইতাসি, এইযে সে আমার থেকে ৬০০০ টাকা পায় তার কোন আসেই যায়না সে না আমাকে ফোন দেয়, না আমার ফোন ধরে, লাগে যেনো আমাকে ফালতু ২ নাম্বার গাড়ি ধরায়া দিসে তার দায়িত্ব শেষ,
আমাকে সবাই বলতেসে, সে গাড়ির কোন কিছুই ভালো দেয়নাই, নতুন গাড়ির টায়ার দিসে পুরানো, নতুন গাড়ির টিউব ২ দিন যায়নাই ব্লাস্ট হয়ে গেসে, আরো অনেক সমস্যা,
এখন সবাই বলতেসে আমাকে সে যে বাকি ৬০০০ টাকা আমার থেকে পায় এটা তাকে দিতে না। সে আমাকে ঠকাইসে ৬৮,০০০ টাকায় আমার কাসে গাড়ি বিক্রি করসে এটাতেঈ তার অনেক লাভ হইসে, বাকি ৬০০০ দিয়া নাকি তার আসে যায়না, নাহয় সে আমাকে গাড়ি দিতো না, কারণ সে আমাকে চিনেও না যানেও না৷
এখন সব কথার শেষে আমার প্রশ্ন এটাই, আমার কি করা উচিত,?  হুজুর,?
আমার কি টাকা দেওয়া উচিত ৬০০০ ণাকি না দেওয়া উচিত,  আমাকে তো সে ঠাকাইসে, ভালো পন্য বইলা ২ নাম্বার পন্য দিসে, আবার সে আমার থেকে যে টাকা পায় তা নিয়া তার বিন্দু পরিমান মাথা ব্যথা নাই, কিন্তু আমার এটাই জানা দরকার যে আমিকি টাকা না দিলে গুনাহগার হবো,?
আমার কি তাকে টাকা দেওয়া উচিত,?  নাকি না,?
উপরের সকল পরিস্থিতি বিবেচনা করে আমাকে উত্তর টা জানাবেন প্লিজ।
জাজাকাল্লাহ-খইরান।

1 Answer

0 votes
by (570,810 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

হাদীস শরীফে এসেছেঃ   

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

وفي الفتاوى الهندية :

" خيار العيب يثبت من غير شرط كذا في السراج الوهاج وإذا اشترى شيئا لم يعلم بالعيب وقت الشراء ولا علمه قبله والعيب يسير أو فاحش فله الخيار إن شاء رضي بجميع الثمن وإن شاء رده كذا في شرح الطحاوي... ثم ينظر إن كان الاطلاع على العيب قبل القبض فللمشتري أن يرده عليه و ينفسخ العقد بقوله: رددت، و لايحتاج إلى رضا البائع و لا إلى قضاء القاضي و إن كان بعد القبض لاينفسخ إلا برضا أو قضاء."

(كتاب البيوع، الباب الثامن في خيار العيب، الفصل الأول في ثبوت الخيار و حكمه و شرائطه و معرفة العيب و تفصيله، 3/ 66 ط:دار الفكر)
সারমর্মঃ-
কেহ যদি কোনো পন্য ক্রয় করে,ক্রয়ের আগে বা ক্রয়ের সময় যার ত্রুটি সম্পর্কে সে অবগত নয়,সেক্ষেত্রে তার ইখতিয়ার রয়েছে,সে চাইলে পুরো মুল্য দিয়ে সেই পন্য নিতে পারে,চাইলে তাহা ফেরত দিতে পারে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার সামনে ইখতিয়ার আছে।
আপনি চাইলে, সেই ত্রুটি যুক্ত রিকশা নিয়ে নিবেন,এবং তার পাওনা ৬ হাজার টাকাও পরিশোধ করবেন।

অথবা আপনি চাইলে তাহা ফেরত দিবেন,আপনার ৬৮,০০০ টাকা তার থেকে উসুল করে নিবেন।

এক্ষেত্রে সে তাহা ফেরত নিতে না চাইলে সেক্ষেত্রে আইনের দারস্থ হবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...