জরুরী মাসায়ালা প্রয়োজন।
আসসসামু আলাইকুম, আমি কিছুদিন আগে বিকেলে একটা অনুষ্ঠান এ গিয়েছিলাম, বাসায় ফিরতে রাত হবে তাই আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমাকে রাতে আনতে যাওয়ার জন্যে। সে যাবে বললেও পরে আর আমাকে আনতে যায়নি। আমি আমার মা অসুস্থ বিধায়, রাতে একাই আম্মুর বাসায় ফিরে আসি। রাতে আমার হাজব্যান্ড আমাকে ফোন করলে আমি কিছুটা রাগ করে উত্তর দেই যেহেতু আমাকে সে আনতে যাবে বলেও যায় নাই। সে অনুতপ্ত না হয়ে উল্টো আমাকে অনেক কথা শুনাতে থাকে, এক পর্যায়ে সে নিজেকে বিধর্মী বলে (আমি জানিনা সে আসলে কি বুঝাতে চেয়েছে), বলে তার আর আমার ধর্ম আলাদা, তাকে তালাক দেয়া আমার দায়িত্ব।
এধরণের কথায় কি স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যাবে?