আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার বিয়ের বিষয়ে কথা চলছে আলহামদুলিল্লাহ,, ছেলে এবং তার পরিবার দ্বীনদার মাশা আল্লাহ,,,, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
। খুব শীঘ্রই সাক্ষাৎ ও হবে ইনশাআল্লাহ। আর আমি ইস্তেখারা করে যাচ্ছি, লাস্ট যেদিন ইস্তেখারা করি সেদিন একটা স্বপ্ন দেখি কিন্ত আমার পুরোটা মনে নাই। অল্প একটু মনে আছে।
1/ আমি একজন কে বলতেছি যে ওখানে ঐ মেয়েগুলো দাড়িয়ে আছে তারা কারা?(কিছু মেয়ে একদম পর্দা করা অবস্থায় দাড়িয়ে ছিলো রাস্তায়)
তোহ যাকে জিজ্ঞেস করলাম উনি বললো একজনের বিয়ে তাই এসেছে।
2/এরপর গতকাল রাতে আমি ইস্তেখারা করি নাই কিন্ত একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন টা এরকম-
যার সাথে আমার বিয়ের কথা চলছে উনার সাথে বিয়ে হয়ে গেছে।উনাদের বাড়িতে গিয়েছি, ছেলের মা,বোনের সাথে আমার কথাও হচ্ছে তাদের সাথে কাজ করছি তাদের কাজে হেল্প করার চেষ্টা করছি।সবাইকে অনেক ভালো লাগছতেছে।
এমন স্বপ্নের ব্যাখা কি হতে পারে উস্তায?