আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
উস্তাদ ,,আমিঃ একজন আলীমের কোর্স এর স্টুডেন্ট ,আমার বাড়ি ভারতে ,আমার পরিবারে আমার বাবা বিষয় নিয়ে বলতে চাই ,,আমার বাবা শুধু এক ভাইয়ের হক আদায় করে , আর কারও সে রকম ধারধারে না ,,আমরা 5 ভাই বোন , আমার বড়ো ভাই এবং আমি( একাই ছোট মেয়ে) কোনো মেয়ের সমন্ধে কথা বলে না ,আমার ওই তিনটা ভাইয়ার সাথে কথা বলে না +হোক আদায় করে না ।আমাদের বিরুদ্ধে যায় সব সময় ,,আত্মীয় সাথে সম্পর্ক ভালো রাখে না কথা বলে না বাড়িতে আসলে কথা বলে না শুধু মেজাজ গরম করে কথা বলে,,এবং আমরা কিছু বললে উনি অভিশাপ দেয়, উনি নামাজ পরে বিড়ি খায় দ্বীন রাস্তা বের হয় না পছন্দ না উনার ,,,উনার ব্যবহারে আমাদের আস্তে আস্তে উনার প্রতি তিক্ত হয়ে যাচ্ছি ,আল্লাহ মাফ করুক ,,ভালো বাসা কেয়ার কিছুই নেই তার প্রতি উনি কারো হোক আদায় করে না ,,, এই নিয়ে বাড়িতে বাবা ভাইয়া দের ঝামেলা হয়,আমার বাবা আম্মুর সাথে কথা বলে না সম্পর্ক রাখে না কেয়ার নেই আর সম্পর্ক বলতে নাই ,তাহার কোনো খোঁজখবর রাখেন না কেয়ার নেয় না ,,আমার আম্মু কথা বললেও কথা বলে না উত্তর দেয় না,( উনার বয়স ৬০+) সর্ব দা বলে এই সুখ থাকবে না ।।
পেরেশানিতে আছি আমার খুব কষ্ট লাগে আমার বাবা কেন এমন করে আমি উনার কোনো কেয়ার নিতে মন চায় না,উনার প্রতি আমার ভালোবাসা কমে যাচ্ছে ,উনি কথা বললে কড়া ভাষায় কথা বলে ,মেজাজ দেখিয়ে কথা বলে ,বুঝাইলে বুজে না , আর বুঝানো সম্ভব না কারো কথা শুনে না শুধু অভিসাব দেয় নিজের ছেলের বাচ্চা তাকে আজ পযন্ত দেখে না কথা বলে নাই,, তার বয়স ২ মাস।।
আমরা কি করতে পারি তার জন্য আমাদের কি করা উচিত উস্তাদ,আমি অবিবাহিত মেয়ে আমার খুবই কষ্ট লাগে আমার সাথে কথা বলে না +হক আদায় করে না।আমি আমার ভাই দের বলি বাবার সাথে নিচু হয়ে কথা বলে কিন্তু ভাইয়া বলে না কারণ বাবার দোষ ৯৫% আছে ।উনারা বিবাহিত।আমার বাবার জন্য দোয়া করবেন।উস্তাদ।
(Jazakumullah)