বিসমিল্লা-হির রহমা-নির রহীম।
জবাবঃ
https://ifatwa.info/2613/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
আল্লাহ তা'আলা বলেন,
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَتَّخِذُواْ الْيَهُودَ وَالنَّصَارَى
أَوْلِيَاء بَعْضُهُمْ أَوْلِيَاء بَعْضٍ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ
مِنْهُمْ إِنَّ اللّهَ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ
করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত।
আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। (সূরা মায়েদা-৫১)
মুসলমান কর্তৃক কাফির সাহায্য করা দু ধরণের হতে পারে, যথাঃ-
(ক) কাফিরদের মহব্বত করে এবং মুসলমানদের উপরে
কাফিরদের সফলতা কামনা করে সাহায্য করা কুফরী। চায় জান দ্বারা হোক বা মাল দ্বারা হোক।
সর্বাবস্থায় কুফরী।
(খ) কোনো মুসলমানের প্রতি হিংসা করে, অথবা কোনো মুসলমানের
প্রতি শত্রুতাবশত অথবা কাফিরকে ভয় করে যদি কোনো মুসলমান কোনো কাফিরকে মুসলমানের বিরুদ্ধে
সাহায্য করে, তাহলে এমতাবস্থায় সে কাফির হবে না। তবে এটা অবশ্যই কবিরা গোনাহ
মূলক কাজ। যা তাওবাহ ছাড়া মাফ হবে না।
আরো জানুন - https://ifatwa.info/2613/