সব-রকম ইসলাহের পন্থা মোটামোটি অবলম্বন করার পরও যদি স্ত্রীকে ফেরানো না যায়, স্ত্রী তার পাপকাজে আগের মতোই বিভিন্নভাবে লিপ্ত থাকে, চালাকির আশ্রয় নেয়, ডেসপারেট ভাব দেখায়, স্বামীর সাথে চরম বেয়াদবি করে, মুখে মুখে তর্ক করে - এরপরও যদি স্বামী তালাক না দেয়, তাহলে স্বামীর কোনো দোয়া-ই কবুল হবে না ? নিজের এবং অন্যের জন্য করা দোয়া ? দোয়া-র আদব, নিয়ম মেনে করলেও তা আল্লাহ কবুল করবেন না শুধু এই কারণে, যে, এই পুরুষটি নিজেই নিজের উপর জুলুম করছে, নিজেকে মুক্ত করছে না ?
এই ক্ষেত্রে কি আল্লাহ উল্টো এই স্বামীর উপর নারাজ হবেন ?