আমার একজন বড় আপুর এবং তার স্বামীর
স্বামী স্ত্রীর মধ্যে খুবই ভালো সম্পর্ক। কেউ কাউকে তালাক দেওয়ার কথা চিন্তাও করতে পারে না। স্বামী ইসলামী বিধি বিধান অনেক ভালো জানেন। তো একদিন এমনিতেই তিনি তার স্ত্রীকে কীভাবে বিবাহ আর তালাক কবুল হয় এর ইসলামিক ব্যাখ্যা গুলো বুঝান শেখাবোর উদ্দেশ্যে। শুধু তারা ২ জনই ছিলেন আর কেউ তাদের কথা শুনছিলেন না। এমন সময় স্বামী তালাকে বিদআদ বোঝাতে গিয়ে উদাহরণ হিসাবে বলেন যে ধর আমি যদি এখন তোমাকে বলি তালাক তালাক তালাক অনেকেই দেখবা এমন বলে তাহলে তালাক হয়ে যায়। তখন স্ত্রী বললেন যে তুমি মুখ দিয়ে উচ্চারণ কেনো করলা। স্বামী বললেন যে আমি তো তোমাকে উদ্দ্যেশ্য করে বলি নি আমি তোমাকে শেখানোর জন্য শুধু উদাহরণ দিয়েছি। এই রকম একটা পরিস্থিতিতে কি স্বামী স্ত্রীর তালাক হয়ে যায়? পরিস্থিতিটা এমন ছিল যে উক্ত হাজবেন্ড তার ওয়াইফ কেই এক্সাম্পল হিসেবে ব্যবহার করে দেখাচ্ছিলেন যে কি হলে তালাক কার্যকর হবে।
এক্ষেত্রে কি উনার নিয়তটাই কার্যকর হবে ?যেহেতু তালাক দেওয়ার নিয়ত ছিল না? আর যদি তালাক হয়ে যাই সেক্ষেত্রে কি কোন উপায় নেই আর?