ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ফজরের ওয়াক্ত শেষ হতে সামান্য সময় বাকি। এমন সময় ঘুম ভাঙ্গার পর দেখা গেলো গোসল ফরজ। এমন অবস্থায় অতি দ্রুত গোসল করে নিতে হবে। ওয়াক্ত বাকী থাকলে নামায পড়া হবে, যদি শুধুমাত্র ফরয নামায পড়া সম্ভব হয়, তাহলে শুধুমাত্র ফরয পড়ে নিতে হবে।যদি ফরয দু রাকাত পড়াও সম্ভব না হয়, তাহলে সূর্যোদয়ের পর পড়া হবে। এজন্য গুনাহ হবে না।
لما في الفتاوی الشامية:
"ولما قرره في البحر من أن التيمم عند وجود الماء يجوز لكل عبادة تحل بدون الطهارة ولكل عبادة تفوت لا إلى خلف...لأن التيمم له جهتان: جهة صحته في ذاته، وجهة صحة الصلاة به، فالثانية متوقفة على العجز عن الماء، وعلى نية عبادة مقصودة لا تصح بدون طهارة كما سيأتي بيانه."(كتاب الصلاة، باب التيمم، 1/ 243، ط: سعيد)
(২) আপনার অর্থনৈতিক অবস্থা উন্নতি হতে পারে। তব কিছু পেরেশানিও হতে পারে, এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
(৩) অতিরিক্ত বারাকহর দরুণ কিছুটা পেরেশানি আসতে পারে, এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।