ওয়া আলাইকুমুস-সালাম ওয়া
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
বিসমিল্লাহির রহমানির রহীম
জবাব:-
প্রশ্ন
সম্পর্কীয় হাদীসটি হল-
عن أبي ذر قال قال لي رسول الله صلى
الله عليه و سلم ( يا أبا ذر لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي
مائة ركعة . ولأن تغدو فتعلم بابا من العلم عمل به أو لم يعمل خير من أن تصلي ألف
ركعة )
হযরত আবু জর
গিফারী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, হে আবূ যর! তুমি যদি সকাল বেলা গিয়ে কুরআনের একটি আয়াত শিক্ষা
কর তাহলে তা তোমার জন্য একশত রাকাআত নফল পড়া থেকেও উত্তম। আর যদি সকাল বেলা গিয়ে ইলমের
একটি অধ্যায় শিক্ষা কর, চাই তার উপর আমল করা
হোক বা হোক, তাহলে তা তোমার জন্য এক হাজার রাকাত
নফল নামায থেকেও উত্তম। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২১৯, কানযুল উম্মাল, হাদীস নং-২৯৩৭৩}
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্থানীয় কোন উলুমুল হাদীস বিভাগ থেকে হাদীসটি তাহকীক করার বিনীত
অনুরোধ থাকবে। তবে জেনে রাখা উচিত যে, ফজিলতের ক্ষেত্রে যয়ীফ হাদীসও প্রমাণযোগ্য ও
গ্রহণযোগ্য।