আগের প্রশ্নে অন্য উত্তর পেলেও ব্যাংকে নমিনির বিষয়টা বুঝতে পারিনি। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইলে আমার অ্যাকাউন্টের জন্য একজন নমিনি নির্বাচন করতে বলা হয়, যে ব্যাংকের নিয়ম অনুযায়ী, যদি আমি মারা যাই, তাহলে সেই নমিনির কাছে সেই ব্যাংক অ্যাকাউন্ট হস্তান্তর হবে। কিন্তু আমি মারা গেলে তো আমার অ্যাকাউন্ট ইসলামি হিসেবে আল্লাহ যে ওয়ারিশ ঠিক করে দিয়েছেন, তারাই পাবেন।
তাহলে এই নমিনির বিষয়টা পরিষ্কার করলে ভালো হতো এবং ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে কিনা, কিংবা যেহেতু নমিনি যোগ করা লাগে, আমাদের ক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে কী করতে হবে?