وَعَن أَبِي مُوسَى الأَشعَرِي أَنَّ النَّبيَّ ﷺ قَالَ المَرْءُ مَعَ مَنْ أَحَبَّ مُتَّفَقٌ عَلَيهِ
وَفي رِوَايَةٍ: قِيلَ لِلنَّبِي ﷺ الرَّجُلُ يُحِبُّ القَومَ وَلَمَّا يَلْحَقْ بِهِمْ؟ قَالَ المَرْءُ مَعَ مَنْ أَحَبَّ
আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ (দুনিয়াতে) যাকে ভালবাসে (কিয়ামতে) সে তারই সাথী হবে।
অন্য এক বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হল, কোন ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালবাসে, কিন্তু (আমলে) তাদের সমকক্ষ হতে পারেনি। তিনি বললেন, মানুষ যাকে ভালবাসে, সে তারই সাথী হবে।
(বুখারী ৬১৭০, মুসলিম ৬৮৯০)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : جَاءَ أَعْرَابِيا قَالَ لرَسُولُ اللَّهِ ﷺ ، مَتَى السَّاعَةُ ؟ قَالَ : وَمَاذَا أَعْدَدْتَ لَهَا ؟ قَالَ حِبُّ اللَّهَ وَرَسُو له ، قَالَ : فَأَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ
অনুবাদ: হযরত আনাস رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ থেকে বর্ণিত,তিনি বলেন- নবী করীম صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এঁর নিকট একজন আরব (বেদুঈন লোক) আসল এবং জিজ্ঞেস করলেন কিয়ামত কখন হবে? নবীজী ﷺ তাকে বললেন,তুমি কি অর্জন করেছ?(তুমি কিয়ামতের জন্য কি সম্বল সংগ্রহ করেছো?) সে বলল আমি আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসি।নবী করীম صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন,তুমি যাকে ভালোবাস তার সাথেই তোমার হাশর হবে।
(সহীহ বুখারী,অধ্যায়: সাহাবীদের ফাযায়েল ৩/১৩৪৯ হা: ৩৪৮৫,সহীহ মুসলিম, অধ্যায়: আদব ৪/২০৩২ হা: ২৬৩৯,সুনানে তিরমিজি,অধ্যায়: যুহুদ ৪/৫৯৫ হা: ২৩৮৫)
আবূ রাবী আতাকী (রহঃ) … আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত।তিনি বলেন,এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর নিকট এসে বলল, ইয়া রাসুলাল্লাহ! কিয়ামত কবে সংঘটিত হবে? তিঁনি বললেনঃ তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সঞ্চয় করেছ? সে বলল,আল্লাহ ও তাঁর রাসুলের ভালবাসা।তিঁনি বললেন,নিশ্চয়ই তুমি তার সঙ্গে উঠবে যাকে তুমি ভালবাস।
আনাস (রাঃ) বলেন,ইসলাম গ্রহনের পরে কোন কিছুতে আমরা এত বেশী খুশী হইনি যতটা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর বানীঃ “তুমি তার সঙ্গেই (থাকবে) যাকে তুমি ভালবাস” দ্বারা আনন্দ লাভ করেছি।আনাস (রাঃ) বলেন, আমি আল্লাহ,তাঁর রাসুল,আবূ বকর (রাঃ) ও উমর (রাঃ) কে ভালবাসি।সুতরাং আমি আশা করি যে,কিয়ামত দিবসে আমি তাদের সঙ্গে থাকব,যদিও আমি তাদের মত আমল করতে পারিনি।
[ইসলামিক ফাউন্ডেশন / গ্রন্থঃ সহীহ মুসলিম (ইফাঃ) / অধ্যায়ঃ ৪৭/ সদ্ব্যবহার, আত্নীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার (كتاب البر والصلة والآداب) হাদিস নম্বরঃ ৬৪৭২,
বুখারী, হা-৭১৫৩,৫৮১৯ ও মুসলিম, হা- ৬৮৭৮, ২৬৩৯]
উসমান ইবনু আবূ শায়বা ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) … আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত।তিনি বলেন, আমি এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ে মসজিদে নববী থেকে বের হচ্ছিলাম।তখন মসজিদের দরজায় এক ব্যক্তিকে দেখতে পেলাম।সে বলল, ইয়া রাসুলাল্লাহ! কিয়ামত কবে সংঘটিত হবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সঞ্চয় করেছ? রাবী বলেন, তখন লোকটি চুপ হয়ে গেল।এরপর সে বলল,ইয়া রাসুলাল্লাহ! আমি তো সে জন্য পর্যাপ্ত পরিমাণ সালাত, সিয়াম ও সাদাকা-খয়রাত সঞ্চয় করিনি।তবে আমি আল্লাহ ও তাঁর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ভালবাসি।তিঁনি বললেনঃ তুমি তার সঙ্গেই থাকবে যাকে তুমি ভালবাস।
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন / গ্রন্থঃ সহীহ মুসলিম (ইফাঃ) / অধ্যায়ঃ ৪৭/ সদ্ব্যবহার, আত্নীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার (كتاب البر والصلة والآداب)
হাদিস নম্বরঃ ৬৪৭৪
প্রশ্নে উল্লেখিত ব্যাক্তি যদি তওবা করে মারা না যান,আর আল্লাহ তায়ালাও যদি কোনোভাবে তাকে মাফ না করেন,সেক্ষেত্রে জাহান্নামীদের সাথে তার হাশর হবে।