জবাবঃ-
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব।
হাদীস শরীফে এসেছেঃ-
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০)
عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ
আবূ দারদা (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামাতের দিন তোমাদেরকে, তোমাদের ও তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। তাই তোমরা তোমাদের সুন্দর নামকরণ করো। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৯৪৮, সুনানে দারিমী, হাদীস নং-২৭৩৬, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৮২৭]
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
নুসাইবা নামের অর্থ উপযুক্ত, ভদ্রমহিলা বা আভিজাত্য।
جَنَّة ج جَنَّات ، جِنَان [جنن]
[জান্নাহ/জান্নাত] শব্দের অর্থঃ-
বাগান
উদ্যান
বাগিচা
বেহেশ্ত
জান্নাত।
(০২)
নুসাইবা নামের অর্থ উপরে উল্লেখ রয়েছে।
মেহেরিমা নামের বাংলা অর্থ হল সম্মানিত এবং মর্যাদাপূর্ণ ।
(০৩)
নুসাইবা নামের অর্থ উপরে উল্লেখ রয়েছে।
مُنْتَهَى [نهي]
[মুন্তাহা] শব্দের অর্থঃ-
শেষ প্রান্ত
শেষ সীমা
চরম সীমা
চূড়ান্ত পর্যায়
সমাপ্তি
(০৪)
عَارِيَة ج عَارِيَات ، عَوَارِي [عور]
['আরিয়াহ] শব্দের অর্থঃ-
নগ্ন,উলঙ্গ,বিবস্ত্র,শূন্য.মুক্ত (স্ত্রী); ধার..কর্জ.ধারের বস্তু।
عَارِي ، عَارٍ ج عُرَاة [عري]
['আরী, 'আরিন] শব্দের অর্থঃ-
নগ্ন,উলঙ্গ,বিবস্ত্র,শূন্য,মুক্ত।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আরিয়ানা শব্দ যেহেতু আরবী, আরবীতে এই শব্দের মূলধাততে উলঙ্গনা বিদ্যমান, তাই এই শব্দ দ্বারা শিশুর নাম না রাখাই উত্তম।
ছেলে সন্তানের ক্ষেত্রেও একই হুকুম।
আরো জানুনঃ-
তবে উপরে উল্লেখিত ৩ টি নাম রাখা যাবে।
(০১)
مُنْتَصِر [نصر]
[মুন্তাছির] শব্দের অর্থঃ-
প্রতিশোধ গ্রহণকারী
জয়লাভকারী
বিজয়ী
শক্তিশালী
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
ছেলে সন্তানের নাম মুনতাসির রাখা যাবে।