ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নাবালক ছেলে সন্তান এবং সকল বয়সের মেয়ে সন্তানের লালনপালনের দায়িত্ব নিকটাত্মীয় মাহরাম পুরুষের উপর।পিতা,ভাই,চাচা ইত্যাদি মাহরাম পুরুষরা ধারাবাহিক মেয়ে সন্তানদের লালন-পালনের দায়িত্ব গ্রহণ করবে। এটা তাদের উপর ওয়াজিব। বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/2362
যদি কারো নিকট কোনো হারাম মাল থাকে,তাহলে সে ঐ মালকে তার মালিকের নিকট ফিরিয়ে দেবে।যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়,তাহলে গরীবদেরকে সদকাহ করে দেবে।(মা'রিফুস-সুনান১/৩৪) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1900
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যদি আপনার বাবার আগের ইনকামে হালাল হারাম সংমিশ্রণ থাকে। এবং সেই ইনকাম দ্বারা ক্রয়কৃত জামা প্রয়োজন অতিরিক্ত হয়, তাহলে আপনি সদকাহ করে দিবেন। সদকাহ করে দেওয়াই উচিৎ ও উত্তম।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/669
(২) পূর্বে ক্রয়কৃত উজ্জ্বল প্রিন্টের বোরকা দান করে দিতে পারবেন। এমন কোনো গরীবকে দিয়ে দিবেন, যে অতীতে বোরকা পড়তো না, সে চকচকে দেখে আগ্রহভড়ে পরিধান করবে। এদ্বারা একজন বেদ্বীন দ্বীনে আসবে। এক্ষেত্রে আপনার কোনো গোনাহ হবে না।