আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
44 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (6 points)
আসসালামু আলাইকুম উস্তাদ । আমি প্রেম করতাম প্রায় 5 বছর।প্রেম যেহুতু হারাম,আমরা পরিবার কে না জানাই বিয়ে করে ফেলি।যেহুতু দুইজন ই মেডিকেল স্টুডেন্ট, বিয়ে এখনই মানবে না আমাদেরকে  ফ্যামিলিতে।প্ল্যান ছিল ইন্টার্নি এর সময় বাসায় জানায় দিব।বাবা মাকে এখন জানালে তারা মানতেই চাইবে না। কিন্তু বিয়ে করেও সমস্যা তাও পিছু ছাড়ে নাই।হারাম এ যে শান্তি নাই,তা এখন হাড়ে হাড়ে টের পাই।


আমি ছেলে।আমার শারীরিক চাহিদা বেশি আমার কাছে মনে হয়েছে।দুইজনে দুই মেডিকেলে পড়াশোনা করায় একসাথে থাকা সম্ভব না।তাও একটা ছোট খাটো বাসা নিয়েছি।সেখানে মাসে একদিন থাকা সম্ভব হয়।বউ নিজ বাসায় থেকে পড়াশোনা করে, তাই একদিনের বেশি সময় ও দিতে পারে না।আমি একসময় আমার শারীরিক চাহিদার কথা বউকে বলতাম।কিন্তু সেগুলো নিয়েও আমার সাথে তার কথা কাটাকাটি হয়।আমি বদমেজাজি এবং তাকে বিভিন্ন বিষয় নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করি।শারীরিক চাহিদার কথা বললে আমাকে আমার সেই আচরণ গুলো নিয়ে বলে আমার বউ।তখন আমি আরও মেজাজ হারিয়ে ফেলি।এভাবে কোনো কিছুই সমাধান হয় নাই।আমি এরপর পর্ণে আসক্ত হয়ে যায়।আমি রাগ থেকেই ওর ছবি দেখা বন্ধ করে দেয়।এবং পর্ণ দেখে নিজের চাহিদা মিটিয়েছি।কিন্তু এগুলো করে আমি নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি।আমি পাপ করতে চাই না,আবার বলতেও পারছি না বউকে।তাও সাহস নিয়ে আজ তাকে বলি।সে আজ আবারও আমাকে আগের বিষয় গুলো নিয়ে খোটা দেয়।এবং বলে,আমি যা ইচ্ছা করতে পারি।আমার এই প্রবলেম এর সলুশন পাচ্ছি না।আমার এই বিয়ে রাখতে আর ইচ্ছে করছে না।কিন্তু তার সাথে বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা আমার নাই।যেহুতু দুইজনের পরিবার ই জানে না,আমি না যেনে তালাক ও দিতে পারছি না।এখন এ মুহুর্তে আমার কি করা উচিত? বিশেষ কোনো আমল আছে কি?আমি কি করলে নিজেকে শুধরাতে পারব?আমি ভালো হতে চাই উস্তাদ।

1 Answer

0 votes
by (589,140 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি থেকে বর্ণিত
ﻋَﻦْ ﻋَﺒْﺪِ اﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻣَﺴْﻌُﻮﺩٍ - ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ - ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ -: «ﻳَﺎ ﻣَﻌْﺸَﺮَ اﻟﺸَّﺒَﺎﺏِ ﻣَﻦِ اﺳْﺘَﻄَﺎﻉَ ﻣِﻨْﻜُﻢُ اﻟْﺒَﺎءَﺓَ ﻓَﻠْﻴَﺘَﺰَﻭَّﺝْ، ﻓَﺈِﻧَّﻪُ ﺃَﻏَﺾُّ ﻟِﻠْﺒَﺼَﺮِ ﻭَﺃَﺣْﺼَﻦُ ﻟِﻠْﻔَﺮْﺝِ، ﻭَﻣَﻦْ ﻟَﻢْ ﻳَﺴْﺘَﻄِﻊْ ﻓَﻌَﻠَﻴْﻪِ ﺑِﺎﻟﺼَّﻮْﻡِ، ﻓَﺈِﻧَّﻪُ ﻟَﻪُ ﻭِﺟَﺎءٌ» . ﻣُﺘَّﻔَﻖٌ ﻋَﻠَﻴْﻪِ.
রাসূলুল্লাহ সাঃ বলেন-হে যুবকদের দল!তোমিদের মধ্যে যাদের বিবাহের সামর্থ্য রয়েছে সে যেন বিয়ে করে নেয়।কেননা বিয়ে তার জন্য চক্ষু ও লজ্জাস্থানের হেফাজতের মাধ্যম।আর যে বিয়ের সামর্থ্য রাখেনা সে যেন রোযা রাখে।কেননা রোযা তার জন্য খাহেশাতকে নির্মূল করার মাধ্যম।(মিশকাত হা নং ৩০৮০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/119

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এভাবে পরিবারকে লুকিয়ে বিয়ে করাটা আপনাদের জন্য কখনো উচিৎ হয়নি। এখন যেহেতু বিয়ে করেই নিয়েছেন, তাই আপনাদের উচিৎ নিজেদের পরিবারকে অবগত করা। বিয়েকে স্থায়ী করার চিন্তাভাবনা করুন,তালাকের চিন্তাকে পরিহার করুন। অতঃপর যখন বাসা যখন ভাড়া নিয়েই ফেলছেন, তাই আপনার স্ত্রীর সাথে আলোচনা করে, একান্ত সময় অতিবাহিত করার নিমিত্তে সাপ্তাহিক বা মাসিক সময়সূচি নির্ধারণ করুন। আরেকটি বিষয় সর্বদা মাথায় রাখবেন, সে একজন মেয়ে, সুতরাং তার সুবিধা অসুবিধাকে একান্ত আন্তরিকতার সহিত গ্রহণ করাই আপনার দায়িত্ব ও কর্তব্য। যদি আপনার জৈবিক চাহিদা বেশী থাকে, তাহলে বেশী করে রোযা রাখার চেষ্টা করুন। প্রয়োজনে লাগাতার রোযাও রাখতে পারবেন। এই সমস্যা থেকে উত্তোরণের জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে দু'আ করুন। নিজের অতীতের জন্য ক্ষমাপ্রার্থনা করুন।আল্লাহ আমাদের সহায় হোক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...