বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) যদি কোনো কাজ কে মানুষ ছোটো করে দেখে যেমন রিকশাওয়ালা, মেথর, শ্রমিক ইত্যাদি। যদি এইসব কাজ না করে যে কেনো হালাল কাজ করা হয়, তাহলে গুনাহ হবে কেন? মানুষ যে ছোটো করে দেখে, এই কারনে না করে মানুষ যেটাকে ছোটো করে দেখে না, সেইসব কাজ করলে, ইমানে কোনো সমস্যা হবে না।
(২) যারা হালাল কাজ কে ছোটো করে দেখে, তাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে। তবে এখানে গুনাহ হওয়ার বা না হওয়ার প্রশ্ন অযৌক্তিক। যে কোনো কাজ ছোট হোক বা বড় হোক, কাজ করা মুবাহ একটি বিষয়।কেউ মুবাহকে পরিত্যাগ করলে তার গোনাহ হবে না।
(৩) শয়তানকে ঘৃনা করে নিজের প্রবৃত্তির কারনে গুনাহ করে, শয়তানকে ওলি হিসেবে না মেনে।
আপনার প্রশ্নটিতে ভুল রযেছে। প্রবৃত্তির অনুসরণ প্রকারান্তরে শয়তানেরই অনুসরণ। সুতরাং এটা বলা যাবে না যে, প্রবৃত্তির অনুসরণ করেছে কিন্তু শয়তানকে ওলী হিসেবে গ্রহণ করে নাই।