ছোট বেলায় কিছু দোকান থেকে না বলে চকলেট খাওয়া হয়েছিল এখন এই ভুলটা বুঝতে পারছি এটা অনেক বড় গুনা হয়েছে এখন আমি তাদের হক কিভাবে আদায় করব,,,,, আমি কি তাদের পক্ষ থেকে দান সদকা করে দিতে পারব?
যে দোকানগুলো থেকে না বলে চকলেট খাওয়া হয়েছে তার মধ্যে শুধু একটি দোকান এখনো আছে কিন্তু তাকে বলতে লজ্জা হচ্ছে আমি চাচ্ছিলাম উনার পক্ষ থেকে থেকে কিছু দান সদকা করে দিতে এটা কি সঠিক হবে