আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,,
১/আমি দুই মাসের অন্তস্বত্তা ছিলাম, ৭ নভেম্বর ২০২৪ আমার গর্ভপাত হয়। এরপর ৭ দিন হায়েজ গণনা করে নামাজ পড়িনি। আজ ১৪ নভেম্বর ২০২৪ ফরজ গোসল করে ফজরের নামাজ পড়ি। আজকে ডাক্তারের কাছে যাওয়ার তারিখ ছিলো। সেখানে গিয়ে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে দেখায় পেটে আরো ময়লা আছে। সেই জন্য MRI করতে হয়েছে। এখন আমার ব্লিডিং চলমান। এই রক্তরটা কি ইস্তিহাযা হিসেবে ধরবো? যোহর থেকে নামাজ পড়িনি। এখন আমার কি কাযা নামাজ আদায় করতে হবে?
২/ বাচ্চা নষ্ট হওয়ার কারণে ১৪ দিন যাবৎ ব্লিডিং হচ্ছে। আজকে আরো এম আর আই করার কারণে ব্লিডিং হচ্ছে। ব্লিডিং বন্ধ হতে সময় লাগতে পারে। আরও শারীরিক দুর্বলতার কারণে ডাক্তার ৬ মাসের আগে বাচ্চা নিতে না করেছে। আর সহবাসের ক্ষেত্রে প্রটেকশন ব্যবহার করতে বলেছে। এখন যদি সহবাসের ক্ষেত্রে কনডম ব্যবহার করি তাহলে কি গুনাহ হবে?