আমি কয়েক বছর আগে ইসলামের বুঝ পেয়েছি।
আমার বাবা হোমিও ডাক্তার। পাশাপাশি স্কুলে শিক্ষকতা করেন, শিল্প-সংস্কৃতি এসব শেখান৷ ছবি আঁকা, ক্লে দিয়ে জিনিস বানানো। তো এগুলোতে মাঝেমাঝেই দেখি(এফবি পোস্ট থেকে) প্রাণীর ছবি আঁকা, মাটি দিয়ে মূর্তি, কাগজের মুখোশ এসব। উনি আলাদা টিউশনও করান যেখানেও হয়তো এগুলোই করানো হয়। এছাড়া কিশোর কিশোরী ক্লাব নামে একটা কিছু আছে যেখানে ছেলে মেয়েরা একসাথে কীসব শেখে। উনার দ্বীনের প্রতি বিতৃষ্ণা আছে, ধারণা হল সব ধর্ম মানুষের বানানো। এটা ভুল বোঝা বলে আমার মনে হয়না, ইচ্ছা করেই অহংকার থেকে না মানতে চাওয়া মনে হয়। নানাভাবে আমি, আমার মা, বোন বুঝিয়েছি কাজ হয়নি৷ বেসিকগুলোই শোনেন না, হালাল হারাম পরের কথা৷ পর্দা নিয়ে বিতৃষ্ণা, আমরা করতে চাইলে বাধা দেন।
আমার মায়ের ফাজিল মাদ্রাসার চাকরি, সহশিক্ষা আছে।
এমনিতে আমার মাকে ছাত্ররা অনেক পছন্দ করে, কিন্তু কতটুক ছাত্রদের হক আদায় হয় জানিনা যেহেতু আমার মা পড়ানোর জন্য তেমন প্রস্তুতি নেননা। আমার ভাই, চাচা নেই। মামাদের পক্ষে সম্ভব না আমাদের সাহায্য করা।
তো ওনাদের ইনকাম আসলে কতটুকু হালাল এটা কীভাবে বুঝব? আমারই বা এক্ষেত্রে কী করা উচিত? আমি অবিবাহিত, বিয়ের পরেও কি এতজনের দায়িত্ব দিয়ে দেয়া যাবে স্পাউসের উপরে? বিয়ের প্রতি আমার এমনিতেই ভয়।
আমার পড়া প্রায় শেষ এবং বাসা থেকে প্রচুর প্রেশার দিচ্ছে বিসিএস বা সরকারি চাকরী করার জন্য, পর্দার জন্য করতে চাইনা। অনেক কষ্টে কিছু সময় নিয়েছি। হঠাৎ একটা কোর্স সামনে আসায় করার চেষ্টা করছি কিছু স্কিল শিখে ঘরে থেকে আয় করার জন্য, কিন্তু ওটায় ট্রেইনার পুরুষ(ছাত্ররা সব মেয়ে) যদিও মেয়েরা ক্যামেরা অন করা বা কথা বলার দরকার হয়না।
আর কাজ শুরু করার পরেও হয়তো গ্রুপে একজন দুজন পুরুষ থাকতে পারে(আবার নাও থাকতে পারে)। এটা করা কি ঠিক হবে? ইনবক্সে কোনো ছেলের সাথে কথা বলতে হবেনা, যতটুক বুঝলাম। আর কাজগুলো একটা নিউজ চ্যানেলের, ওরা যদি অথেনটিক নিউজ না দেয় তাহলে ওই ভিডিও নিয়ে কাজ করার জন্য কি আমারও গুনাহ হবে? কোনো মিউজিক থাকেনা তবে মেয়েদের ছবি ব্লার করা হয়না(আমি নাহয় ব্লার করে দিলাম আমার কাজগুলোয়)।