আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্
১/ কেউ যদি কোরআনে কোনো সূরার আয়াত সারাদিন পড়ে মুখস্থ করে মাঝে মাঝে ওজু থাকে না, এতে কি গুনাহ হবে?
২/ কারো মা-বাবার সাথে দাদা-দাদি কিংবা ফুফুদের ভালো সম্পর্ক না থাকলে কোনো বিষয়ে ঝগড়া হলে, সেই মা-বাবার সন্তানেরা কিভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে???
মা-বাবার সাথে ঝগড়া হওয়ার কারণে ফুফুরা দাদি দাদা নিজের নাতি নাতনিদেরও দেখতে পারে না, সেক্ষেত্রে দূর থেকে দুআ করলে আত্মীয়তার সম্পর্ক থাকবে???
৩/ হেদায়েত পাওয়ার আগে কার হক কিভাবে নষ্ট করছি মনে নাই? কিন্তু মনে হচ্ছে , অনেকভাবেই কারো না কারো হক ত নষ্ট করেছি এখন করণীয় কি???
৪/ গীবত করা থেকে গীবত শুনা হয় বেশি, শুনতে চাইনা কিন্তু বাধ্য হয়ে শুনতে হয়, আমি গীবত না শুনলে নানু কান্না করে এবং বলে,, আমার দুঃখগুলো প্রকাশ করতেছি৷ অনেক বুঝানোর চেষ্টা করি গীবতের ব্যপারে অনেক মাসআলা বলি কিন্তু নানু বুঝতে চাইনা। মাঝে মাঝে আমি কানে ইয়ার ফোন লাগিয়ে ফুল সাউন্ডে নাশিদ বা তেলাওয়াত শুনি ওনার কথাতে হা হু করি। এতে কি আমার গুনাহ হবে??
যার নামে গীবত শুনছি তার কাছে মাফ চাওয়া সম্ভব না হলে এখন করণীয় কি??
৫/ মাহফিলে জিকির করতেছে,, ত মাহফিলে যেই হুজুর জিকির করতেছে, তাহিরির মতন জিকির করতেছে । আমাদের ফ্যামিলির সবাই জিকিরগুলো শুনে হাসতেছে। আমি বলতেছি, বেডা হালাল জিকির করতাছে.... তারপর আমার বড় মামা হাসতে হাসতে বলতেছে,, তাহলে হারাম জিকির কোনগুলো!
আমি মজা করে বলতেছি,, আমরা যেভাবে জিকির করি এগুলো হারাম আর বেডার জিকিরগুলো হালাল...
★এভাবে বলাতে কি আমাদের ইমানের সমস্যা হয়েছে?? গুনাহ হয়েছে কি???