আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
59 views
in পবিত্রতা (Purity) by (6 points)

দৈনন্দিন সাধারন গোসলের পূর্বে ওযু করে নিলে, গোসলের দরুন মহিলাদের মাথার সম্পূর্ণ চুল যদি না ভেজে, তাহলেও কি ওযু হয়ে গিয়েছে বলে গন্য হবে? 

এবং চুলের কিছু অংশ শুকনো থাকাবস্থায় (সাধারন গোসলের ক্ষেত্রে) গোসলের পরে পূনরায় ওযু করা ব্যতিত স্বলাত আদায় করা যাবে?

1 Answer

+1 vote
by (64,260 points)

 

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

বিসমিল্লাহির রহমানির রহীম

জবাব:-

ফরজ গোসলের সময় নারীদের চুলের গোড়াসহ সমস্ত চুল ধোয়া জরুরী। তবে চুল যদি খোঁপা বা বেণি বাঁধা থাকে এবং তা খুলে গোসল করা কষ্টকর হয় তাহলে শুধু চুলের গোড়ায় পানি পৌঁছানোই যথেষ্ট। তখন খোঁপা বা বেণি খুলে সমস্ত চুল ধোয়া জরুরী নয়।

হজরত উম্মে সালামা রা. বর্ণিত: তিনি বলেন

: قُلتُ: يا رَسولَ اللهِ، إنِّي امْرَأَةٌ أشُدُّ ضَفْرَ رَأْسِي فأنْقُضُهُ لِغُسْلِ الجَنابَةِ؟ قالَ: لا. إنَّما يَكْفِيكِ أنْ تَحْثِي على رَأْسِكِ ثَلاثَ حَثَياتٍ ثُمَّ تُفِيضِينَ عَلَيْكِ الماءَ فَتَطْهُرِينَ. (صحيح مسلم ٣٣٠)

একদা আমি রাসূলুল্লাহ সা. কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আমি খুব শক্তভাবে আমার চুলে বেণি বাঁধি। ফরজ গোসলের সময় কি বেণি খুলতে হবে? রাসূলুল্লাহ সা. বললেন, না। তোমার জন্যে এতটুকুই যথেষ্ট হবে যে, মাথায় তিন আঁজলা পানি ঢেলে দেবে । তারপর পুরো শরীরে পানি প্রবাহিত করবে । ব্যস, তাহলেই তুমি পবিত্র হয়ে যাবে । (মুসলিম : ২৩০)

ফিকহুল হানাফির প্রসিদ্ধ ফতোয়াগ্রন্থ আল বাহরুর রায়েকে আছে,

في البحر الرئق: ص... ١/٥٤ "(وكفى بل اصل ضفيرتها) اى شعر المراة المضفور للحرج اما المنقوض فيفرض غسل كله اتفاقا.

মহিলাদের খোঁপা বা বেণি খুলে চুল ভেজানো কষ্টকর হলে খোঁপা থাকাবস্থায় চুলের গোড়ায় পানি পৌঁছানোই যথেষ্ট। অবশ্য চুলে খোঁপা না থাকলে পুরো চুল ধোয়া সর্বসম্মতিক্রমে ফরয। (আল-বাহরুর রায়িক : ১/৫৪)

তবে একান্ত সমস্যা না হলে খোঁপা বা বেণি খুলে পুরো চুল ভিজিয়ে ভালোভাবে গোসল করা উত্তম। আমাদের সমাজের নারীরা যে ধরনের খোঁপা বা বেণি বাঁধে তা খোলা খুব কষ্টকর নয়। তাই যথাসম্ভব চুল খুলে গোসল করাই উত্তম।

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!

ফরজ গোসলের ক্ষেত্রে অবশ্যই সমস্ত চুল ভিজাতে হবে। কিন্তু সাধারণ গোসলের ক্ষেত্রে যদি চুল পরিপূর্ণ না ভেজে এতে কোন সমস্যা নেই। গোসলের পর ওযু করা ছাড়াও নামাজ পড়া জায়েজ আছে।  কারণগোসলের মধ্যে অজুর অঙ্গ গুলো ধৌত হয়ে যায়। আর আমরা জানি যেহুজুর মধ্যে মাথা মাসেহ করা ফরজ, ধৌত করে না।  বিধায়, এমতাবস্থায়ী সালাত আদায় করা সহিহ হবে ইনশাআল্লাহ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by
Jazakallahu Khairan Ustaz

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...