ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
إِنَّ الَّذِينَ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَّمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ سَبِيلًا
যারা একবার মুসলমান হয়ে পরে পুনরায় কাফের হয়ে গেছে, আবার মুসলমান হয়েছে এবং আবারো কাফের হয়েছে এবং কুফরীতেই উন্নতি লাভ করেছে, আল্লাহ তাদেরকে না কখনও ক্ষমা করবেন, না পথ দেখাবেন।(সূরা নিসা-১৩৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ইমান অনিরাপদ থাকে বলতে কুফরি শিরক কাজে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়।
(২) কেউ নফসের তাড়নায় গোনাহ করে ফেলার পর তওবা করে নিয়ে আবার গুনাহ করে ফেলে । এতে বুঝা গেল, ঐ ব্যক্তির তাওবাহ কবুল হয়নি। তাই ঈমান তো অনিরাপদই থাকার কথা।
(৩) কেউ হারাম কে হারাম মনে করে। হালালকে হালাল মনে করে। কিন্তু আাবর তাহলেও ঈমান অনিরাপদ থাকবে।