আসসালামু আলাইকুম।আমি একটা বিষয় নিয়ে খুব দ্বিধাবোধ করছি।
আমি বাবার বাড়িতেই থাকি আমার মেয়ে সহ।আমি টিউশনি করে মাসে সামান্য কিছু উপার্জন করি আলহামদুলিল্লাহ। যেহেতু মেয়ে নিয়ে থাকি তাই যা উপার্জন করি তার ৯০% আব্বুকে দিতে হয়।
আমার আব্বু ভিষণ রগচটা আর বদমেজাজি মানুষ। তিনি স্বাভাবিক ভরনপোষণ বলতে যতটুকু বোঝায় ততটুকুকেও বিলাসিতা মনে করেন।দেখা যায় আমার মায়ের পোশাক চিড়ে ত্যানাত্যানা হয়ে যাচ্ছে, সেলাই দিয়ে দিয়ে পরতেছে তবুও পোশাখ কিনতে বললেই ঝগড়া বাধিয়ে দেয় সংসার নাকি শেষ হয়ে যায়। আবার বাপে শীতের পোশাক পড়ে ২-৩ হাজার টাকা দামের আর আমার মাকে এনে দেয় ১০০-১৫০ টাকা দামের।
তো আমি তাকে না বলে তার পকেট থেকে ১-২ হাজার করে টাকা বের করে রেখে দি।এই টাকা আমি কয়েকটা কাজে লাগায়,আমার টাকা তাকে দি আর আমার প্রয়োজন ঐটাকা দিয়ে পুরন করি,মায়ের চাহিদা পুরন করি,নয়তো তিনি যখন পরে আমার কাছে টাকা চান ঐটাকা টায় ফেরত দি।এতে কোন ঝামেলা গন্ডগোল হয়না।
প্রশ্ন হচ্ছে এই কাজের জন্য আমার গুনাহ হচ্ছে কি?আমি শুধু ঝামেলা এড়িয়ে শান্তি বজায় রাখতেই এই কাজ করি।