ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
যেহেতু শিক্ষক আপনাকে অনুমতি দিয়েছেন, তাই আপনি এটা করতে পারবেন।
(২)
প্রশ্নটি অগোছালো। দয়া করে পরিস্কার করে কমেন্টে লিখে দিবেন। তখন জবাব ইডিট করে দিবো।
(৩)
মুসাল্লির এমন নড়াচড়া যা নামায পরিপন্থী, তা দু-ভাগে বিভক্ত-
(ক)পরিমাণে সামান্য, যাকে শরয়ী পরিভাষায় 'আ'মলে ক্বালীল' বলা হয়ে থাকে।
(খ)পরিমাণে বেশী যাকে শরয়ী পরিভাষায় 'আ'মলে কাসির' বলা হয়ে থাকে।
নামাযরত অবস্থায় মুসাল্লির কোনো প্রকার হারকাত/নড়াচড়া 'আ'মলে কাছির' বলে প্রমাণিত হলে,উক্ত মুসাল্লির নামায সর্বসম্মতিক্রমে ফাসিদ হয়ে যাবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নামাযে পায়ের আঙ্গুল ঠিক করতে পারবেন। এতে আমলে কাছির হবে না। এবং নামাযও ফাসিদ হবে না।
(৪) পা সামান্য ফাক রাখতে পারবেন। নামায ফাসিদ হবে না।