আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
36 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (31 points)

একটা ফ্ল্যাট ক্রয় এর চুক্তি, যেখানে শুরুতে নির্মানাধীন ফ্ল্যাটের মূল্য নির্ধারিত ছিল ৫০ লাখ টাকা (সহজের জন্য এটা ধরা হলো)। তবে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির ফলে উক্ত মূল্য বৃদ্ধি পাবে, তবে কত বৃদ্ধি পাবে তা এখনো নির্ধারিত নয়, যেহেতু নির্মাণ সামগ্রীর দাম প্রতিবছর বৃদ্ধি পায়।

ফ্ল্যাটের ডাউন পেমেন্ট বাবদ অর্থ বর্তমানে নির্ধারিত মূল্যের (৫০ লাখ) ২০% (সর্বনিম্ন), ৩০% অথবা ৪০% (সর্বোচ্চ) হারে চারটি কিস্তিতে দুই বছরে পরিশোধ করা যাবে।

ফ্ল্যাটে উঠার পর বাকি টাকা মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে এবং এর সাথে একটা সার্ভিস চার্জ দিতে হবে। সার্ভিস চার্জের হার ডাউন পেমেন্ট ছাড়া বাকি টাকার উপর (চূড়ান্ত মূল্য বাবদ যে টাকা পরিশোধ করতে হবে তার বাকি অংশের উপর, ধরুন, চূড়ান্ত মূল্য ১ কোটি, কেউ ২০% ডাউন পেমেন্ট বাবদ দিয়েছিল ১০ লাখ, তাহলে বাকি ৯০ লাখের উপর সার্ভিস চার্জ আসবে) নির্ধারিত হবে। হার নিম্নরূপে নির্ধারিত হবে।

৪০% বা বেশি হারে ডাউন পেমেন্টের ক্ষেত্রে ১০% সার্ভিস চার্জ

৩০% থেকে ৪০% এর মধ্যে ডাউন পেমেন্টের ক্ষেত্রে ১৫% সার্ভিস চার্জ।

২০% থেকে ৩০% এর মধ্যে ডাউন পেমেন্টের ক্ষেত্রে ২০% সার্ভিস চার্জ।

এর ফলে যারা ডাউন পেমেন্টে বেশি দিয়েছে তারা তাদের তুলনায় কম মূল্যে পাবে যারা ডাউন পেমেন্টে কম টাকা দিয়েছে।

এছাড়াও, ফ্ল্যাট পাওয়ার পর মাসিক কিস্তি দিতে দেরি হলে উক্ত টাকার ২% ফি দিতে হবে।

এ ধরণের চুক্তি করা কি জায়েজ হবে? এতে কি সুদের বিষয় বিদ্যমান নাকি জিনিসটা ইসলামিক ব্যাংকিং এর মতো, যেহেতু টাকার বিনিময়ে পণ্য নেয়া হচ্ছে।

1 Answer

0 votes
by (573,870 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم 

যেসমস্ত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতা কোনো এক পক্ষের ধোকায় পড়ার সম্ভাবনা রয়েছে, সে সমস্ত ক্রয় বিক্রয় হতে রাসুলুল্লাহ সাঃ নিষেধ করেছেন।

হাদীস শরীফে এসেছেঃ- 

وَعَنِ ابْنِ مَسْعُودٍ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «لَا تَشْتَرُوا السَّمَكَ فِي الْمَاءِ; فَإِنَّهُ غَرَرٌ»

ইবনু মাস’উদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছ পানিতে থাকা অবস্থায় ক্রয় করবে না- কেননা এটা একটা ধোঁকা বিশেষ। —আহমাদ এর সানাদকে মাওকুফ হওয়া সঠিক বলে ইঙ্গিত করেছেন।
(মুসনাদে আহমাদ ৩৬৭৬, ৩৭২৪, ৩৮২৪, মুসলিম ২১৬৯, ইবনু মাজাহ ১৩৯।)

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الْغَرَرِ

সাঈদ ইবন মুসায়্যাব (রহঃ) হইতে বর্ণিত, রাসুলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোঁকার বিক্রয় নিষেধ করিয়াছেন।
(মুয়াত্তা মালিক ১৩৬০)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখ রয়েছেঃ- 
শুরুতে নির্মানাধীন ফ্ল্যাটের মূল্য নির্ধারিত ছিল ৫০ লাখ টাকা। তবে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির ফলে উক্ত মূল্য বৃদ্ধি পাবে, তবে কত বৃদ্ধি পাবে তা এখনো নির্ধারিত নয়, যেহেতু নির্মাণ সামগ্রীর দাম প্রতিবছর বৃদ্ধি পায়।

এক্ষেত্রে নির্মাণ সামগ্রীর দাম যখন বৃদ্ধি পাবে,তখন যে ব্যাক্তি সেই ফ্ল্যাট ক্রয় করছে,তার সাথে আলোচনা করে নির্মাণ সামগ্রীর দাম কত বৃদ্ধি পেয়েছে,আর সেই হিসেবে ফ্ল্যাটের মূল্য কত নির্ধারন করা হবে,সেটা উভয়ের সন্তুষ্টি চিত্তে নির্ধারন করতে হবে। ফ্ল্যাট ক্রেতাকে তাহা না জানিয়ে নিজে নিজে ফ্ল্যাটের মূল্য নির্ধারন করা যাবেনা।

এই চুক্তিতে সকলেই একমত হলে প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে ফ্ল্যাট ক্রয় বিক্রয় জায়েজ হবে।

আরেকটি বিষয়,প্রশ্নে উল্লেখ রয়েছেঃ- 

সার্ভিস চার্জের হার ডাউন পেমেন্ট ছাড়া বাকি টাকার উপর (চূড়ান্ত মূল্য বাবদ যে টাকা পরিশোধ করতে হবে তার বাকি অংশের উপর, ধরুন, চূড়ান্ত মূল্য ১ কোটি, কেউ ২০% ডাউন পেমেন্ট বাবদ দিয়েছিল ১০ লাখ, তাহলে বাকি ৯০ লাখের উপর সার্ভিস চার্জ আসবে) নির্ধারিত হবে। 

এই সার্ভিস চার্জ এর বিষয় আগে থেকেই পুরোপুরি স্পষ্ট আকারে ক্রেতাকে জানালে এবং ক্রেতা তাহা জেনে সন্তুষ্টি চিত্তে রাজী হলে এটা জায়েজ হবে।

★তবে এখানে আরেকটি বিষয় উল্লেখ রয়েছেঃ- 
ফ্ল্যাট পাওয়ার পর মাসিক কিস্তি দিতে দেরি হলে উক্ত টাকার ২% ফি দিতে হবে।

এই ২% ফি শরীয়ত সম্মত হবেনা।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...