আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্
আমি বিবাহিত, আমি এবং আমার স্বামী দুজন ই স্টুডেন্ট এজন্য আপাতত আমার সব খরচ আমার আব্বুর থেকেই নেওয়া হয়, কিন্তু আমার বাবা একটা NGO তে ক্ষুদ্রঋন প্রকল্পে চাকরি করে যেটার সুদের সাথে সম্পৃক্ততা আছে বলা হয়। যেহেতু বিয়ের পর থেকে আমার দায়িত্ব আমার স্বামীর তাই বাবার এই উপার্জনের কিছু গ্রহণ করা আমার জন্য জায়েজ না কিন্তু আমার স্বামী স্টুডেন্ট হওয়ায় আমাকে নিরুপায় হয়ে বাবার টাকা ই নিতে হয় তবে আমি বিয়ের পর থেকে হিসাব করে রেখেছি সব টাকা যাতে সামর্থ্য হওয়ার পর আমরা সমপরিমাণ টাকা দান করে দিতে পারি। যেহেতু দান করে দিবো এই নিয়তেই আমি এই টাকা ব্যবহার করছি তাহলে আমি যদি এই টাকা থেকে আমার স্বামীকে ৫০০-১০০০৳ এর কোনো উপহার দেই সেটা কি তারজন্য গ্রহণ করা জায়েজ হবে?