১।মোবাইলে বা বাস্তবে অথবা মনে ইসলামিক যে কোনো বিষয় আসলে যেমন ওয়াজ নসিহত কোরআন তিলাওয়াত ইত্যাদি আসে তা না শুনে বা দেখে যদি ক্রিকেট খেলা দেখি বা যে কোনো গুনাহ করে ফেলি ইমান চলে যাবে কি?
২।যে কোনো কথা বা কাজ জায়েজ পদ্ধিতে করা যায় সে কথা বা কাজ নাজায়েজ পদ্ধতিতে করি ইমান চলে যাবে কি?