আসসালামুয়ালাইকুম,
আমি আজকে একটি স্বপ্ন দেখি।
আমাকে পাত্র পক্ষ ২ জন দেখতে এসেছে। ছেলে ও আরেকজন‌লোক। উনিও হুজুর।
যদিও পাত্রের সাথে আরেকজন পুরুষ লোক ভালো লাগেনি।
পাত্র আমার চেয়ে উচ্চতায় লম্বা,বাবরি চুল। পায়জামা, পাঞ্জাবি, টুপি। উনি একজন আলেম। তাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে যায়। আমি উনার নাম জিজ্ঞেস করি , উনি বলেন, সবাই আমাকে ইজাম বলে ডাকে ‌।
আমি উনাকে কিছু জিজ্ঞেস করি, কিন্তু উনি আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন না। বিষয় টাতে অবাক হই। পরে সম্ভবত আমি দরুদ শরীফ পড়ি। উনি আমাকে আইন উচ্চারণ ঠিক করে দেন এবং মাশক করিয়ে দেন।
আমি ভাবি, আমি তো মেডিকেলে পড়ি, জেনারেল লাইনের।আর উনি পুরাদস্তুর আলেম। উনার সাথে কি আমার পড়বে?
মানে সম্পর্ক ভালো যাবে কি না?
কিন্তু মনে হল , তিনি সব জেনেই আমাকে দেখতে এসেছেন, তাহলে হয়তো তিনি মেনে নিবেন।
বিয়ের প্রস্তাবনাটা আমার আব্বু ঐ পাত্র পক্ষকে নিয়ে এসেছে আমার জন্য।
বিষয় টাতে আমি অনেক খুশি হয়েছি।
কিন্তু বাস্তবে আমার আব্বু এমন প্রস্তাবে রাজি হবেন কিনা বলতে পারছি না। আর আমি বিয়ে নিয়ে সম্প্রতি কোনো চিন্তা করছিলাম না, হঠাৎ করে এমন স্বপ্ন দেখার মানে কি?