আসসালামু 'আলাইকুম,,,
ঈদের সময় কাউকে কদমবুচি বা সালাম করার পর বা না করলেও অনেকে কিছু টাকা(৫০/১০০/২০০/২৫০/৫০০/১০০০) এরকম পরিমাণে টাকা দেয়,,,অনেককে করলেও দেয় এবং আবার অনেকে এটা না করলেও দেয়,,,অনেকে এটাকে আবার সংস্কৃতি বা নিয়ম বলে মনে করে,,,এ ধরনের টাকা দেয়া কি জায়েজ রয়েছে?টাকাটা কি হালাল,,,হারাম হলে যেইগুলো খরচ হয়েছে সেইগুলো কি করবো?