আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
76 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (41 points)
১/ আমি আজ কাজা রোজা রেখেছিলাম।কিন্তু ফজরের সময় অজু করতে গিয়ে আমার রোজার কথা মনে থাকার শর্তেও কুলি করার সময় আমার গলায় পানি চলে গেছে।পানি গেছে যে আমি একদম পুরোপুরি সিউর না,তবে ৯০% সিউর।এখন রোজা কি হবে?নাকি ভেঙে ফেলবো?যদি ভেঙে গিয়ে থাকে তাহলে রোজাটি আবার কাজা রেখে দিলেইতো হবে তাইনা?

২/ আমার নামাযের হিজাবে কানের পাশ দিয়ে একটা ছিদ্র ছিল।ওই ছিদ্রের ভিতরে আমার কনিষ্ঠ আঙুল টা ঢুকানো যায়।এই ছিদ্র টা যে ছিল সেটা আমি জানতাম না।এখন হিজাব দিয়ে এই পর্যন্ত যত ওয়াক্ত নামায পড়েছি সেই সব নামায কি কাজা আদায় করতে হবে?

৩/আমার সাদা কালারের একটা হিজাব আছে যেটার কাপড় মোটা। কিন্তু সাদা কালারের হওয়ায় শরীরকে বিভিন্ন এঙ্গেল করলে তখন শরীর দেখা যায়।কিন্তু শরীরের রঙ বুঝা যায় না।এখন এই হিজাব দিয়ে নামায পড়া যাবে?

৪/ আমি এবং আমার পরিবার এর কাছে নিজেদের প্রয়োজনের বাইরে ৮০ হাজার টাকা নেই।বরং আমাদের আর্থিক অবস্থা খুবি খারাপ।এমন অবস্থায় আমাদের একজন আত্মীয় আছেন যাদের টাকা পয়সায় সুদের মিশ্রণ থাকার সম্ভাবনা রয়েছে।কারণ উনারা কিস্তি থেকে টাকা তুলে সেটা তাদের ব্যবসায় খাটান।এবং কিস্তির সেই টাকা শোধ করার জন্য আরেক কিস্তি থেকে টাকা তুলে এই কিস্তির টাকা শোধ করেন।এমতাবস্থায় আমি আর আমার পরিবার কি উনাদের দেওয়া কোন খাবার খেতে পারবো?কিংবা উনাদের বাড়িতে বেড়াতে পারবো?

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কাযা রোজার কথা মনে থাকার পরও কুলি করার সময় গলায় পানি চলে গেছে। রোজা ভেঙ্গে যাবে।পরবর্তীতে একটির বদলে একটি রোযা কাযা আদায় করে নিলেই হবে।

لمافي الفتاوی الشامیة:
"(وإن أفطر خطأ) كأن تمضمض فسبقه الماء...
(قوله: وإن أفطر خطأ) شرط جوابه قوله الآتي قضى فقط وهذا شروع في القسم الثاني وهو ما يوجب القضاء دون الكفارة بعد فراغه مما لا يوجب شيئا والمراد بالمخطئ من فسد صومه بفعله المقصود دون قصد الفساد نهر عن الفتح (قوله: فسبقه الماء) أي يفسد صومه إن كان ذاكرا له وإلا فلا؛ لأنه لو شرب حينئذ لم يفسد فهذا أولى وقيل إن تمضمض ثلاثا لم يفسد وإن زاد فسد بدائع" (کتاب الصوم، باب مایفسد الصوم ومالایفسد، ج:2، ص:401، ط:ایچ ایم سعید)

(২)
ঢেকে রাখা অঙ্গগুলোর কোনো একটির এক-চতুর্থাংশ বা এর অধিক ইচ্ছাকৃত এক মুহূর্তের জন্য খুললেও নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃত এক-চতুর্থাংশ বা ততোধিক খুলে যায়, তাহলে তিন তাসবিহ পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে। এক-চতুর্থাংশের কম হলে চাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় নামাজ নষ্ট হবে না।যদি একাধিক জায়গায় সামান্য করে খোলা থাকে,
তাহলে এর সমষ্টি ছোট একটি অঙ্গের এক-চতুর্থাংশ পরিমাণ হলেও নামাজ হবে না- (রদ্দুল মুহতার ১/৩৭৯,তাবয়ীনুল হাক্বায়েক্ব ১/৯৭)। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5215

নামাযের সতর কতটুকু,? সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/975

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হিজাবে কানের পাশ দিয়ে সাধারণ ছিদ্র থাকার কারণে নামায ফাসিদ হবে না। তবে ছিদ্র বড় হলে এবং যে অঙ্গে ছিদ্র রয়েছে, সে অঙ্গের চতুর্থাংশ খুলে গেলে নামায ফাসিদ হয়ে যাবে।

(৩)
এমন কাপড় যার দ্বারা শরীরের নিচের অংশ দেখা যায়, তাহলে এর দ্বারা সতর ঢাকা হয়েছে বলে সাব্যস্ত হবে না। তাই এমন কাপড় পরিধান করলে নামায হবে না। {আপকি মাসায়িল আওর উনকা হল-৩/৩২০}
اذا كان الثوب رقيقا بحيث يصف ما تحته أى لون البشرة لا يحصل به سترة العورة (حلبى كبير-214)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সাদা কালারের হিজাব দ্বারা শরীরকে বিভিন্ন এঙ্গেল করলে তখন শরীরে পরিহিত কাপড় দেখা যায়। তাহলে নামায হবে। কিন্তু খালি গায়ে উক্ত উড়না পড়লে কিংবা সাধারণ কাপড় পরিহিত অবস্থায় কাপড় উক্ত উড়না পরিধান করলে, এবং শরীর বা হতের রং বা কালার দৃষ্টিগোচর হলে, তখন নামায হবে না।

(৪) যেহেতু আপনাদের উপর যাকাত ফরয নয়, বরং আপনাদের আর্থিক অবস্থা নিতান্তই দুর্বল। তাই 
বর্ণিত পরিস্থিতি অনুযায়ী আপনি বা আপনার পরিবার  তাদের দেওয়া খাবার খেতে পারবেন এবং উনাদের বাড়িতে বেড়াতেও যেতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
উস্তাদ ৩ নাম্বার প্রশ্নটির উত্তর ক্লিয়ার বুঝিনি।যদি একটু বুঝিয়ে বলতেন?
by (597,330 points)
আপনার প্রশ্নটিও ক্লিয়ার নয়। পাতলা উড়না কি খালি গায়ে পরিধান করা হয়েছে না? সাধারণ কাপড় পরিহিত অবস্থায় পরিধান করা হয়েছে? সেটা কিন্তু সবিস্তারে আসেনি। যদি খালি গায়ে পরিধান করা হয়, এবং শরীরের রং বুঝা যায়, তাহলে নামায হবে না।
by
প্রশ্নটি ঠিক করে বুঝিয়ে না লিখার জন্য আমি আসলেই খুব দুঃখিত।
আসলে আমি বলতে চেয়েছি সাধারণ জামা কাপড়ের উপর এই হিজাবটি পরলে হাত দেখা যায়, এবং খুব সম্ভবত গাঁড়ের কিছু অংশও দেখা যায়। তবে হাত এবং গাঁড়ের রং স্পষ্ট বুঝা যায় না।এখন এটা পরে নামাজ পড়া যাবে কি?
by (597,330 points)
যদি হাত দেখা যায়, এবং শরীরের অংশ দেখা গিয়ে থাকে, যদিও তা অস্পষ্টভাবে হোক না কেন? এই কাপড়ে নামায হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...