বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ
মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।(সূরা হিজুরাত-১২)
باب لاَ يَطْرُقْ أَهْلَهُ لَيْلاً إِذَا أَطَالَ الْغَيْبَةَ مَخَافَةَ، أَنْ يُخَوِّنَهُمْ أَوْ يَلْتَمِسَ عَثَرَاتِهِمْ
যদি কোন লোক দূরে থাকে অথবা পরিবার থেকে অনেকদিন অনুপস্থিত থাকে, তাহলে বাড়ি আসার পর সঙ্গে সঙ্গেই রাতে ঘরে প্রবেশ করা উচিত নয়, যাতে করে সে এমন কিছু পায় যা তাকে আপন পরিবার সম্পর্কে সন্দিহান করে তোলে, অথবা তাদের কোন ত্রুটি আবিষ্কার করে ।(পরিচ্ছেদঃ নং ২৫৪৪)
জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত।
جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَكْرَهُ أَنْ يَأْتِيَ الرَّجُلُ أَهْلَهُ طُرُوقًا
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে এসে রাতে ঘরে প্রবেশ করা অপছন্দ করতেন।(সহীহ বোখারী-৪৮৬৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) বউয়ের বা অন্য কারও মোবাইল ফোন হ্যাক করা বা অন্য কারো দোষ তালাশ করা কোনোটাই জায়েয হবে না। হ্যা, বউ বা অন্য কারো সম্পর্কে নেতিবাচক খার প্র়ায় প্রকাশ হয়ে গেছে, তখন তাহকিক করার জন্য গোপন বিষয় তালাশ করা যাবে
(২) তাকে তাওবাহ করে নিতে হবে।আল্লাহকে গালী দিলে ঈমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়, তাই কালিমা পাঠ করে ঈমান করে নিতে হবে।
(৩) আল্লাহ পাক রাসুল সাঃ কে গালি দিলে ইমান চলে যাবে,ইসলাম সম্পর্কে কিছু না জানলেও তাদের জন্য ঈমান নবায়ন করতে হবে।