বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
৫০ হাজার টাকার স্বর্ণ কিনে মেয়ে বা স্ত্রীকে দিলে মা নারাজ হবেন। তাহলে গোপনে বা লুকিয়ে মেয়েকে কিংবা স্ত্রীকে দিয়ে দিবেন। অথবা এমন পরিস্থিতি তৈরী করবেন যে, মায়ের পক্ষ্য থেকে এ ব্যাপারে কোনো প্রশ্নই আসবে না। মিথ্যা বলা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/644
হ্যা, অবশ্যই প্রথমে মায়ের জরুরতের দিকে আপনাকে দৃষ্টি দিতে হবে। মেয়ে কিংবা স্ত্রীকে অতিরিক্ত কিছু দানের পূর্বে মায়ের জরুরতকে পূর্ণ করা আপনার একান্ত দায়িত্ব ও কর্তব্য।
الدر المختار: (427/6، ط: سعید)
الْكَذِبُ مُبَاحٌ لِإِحْيَاءِ حَقِّهِ وَدَفْعِ الظُّلْمِ عَنْ نَفْسِهِ وَالْمُرَادُ التَّعْرِيضُ لِأَنَّ عَيْنَ الْكَذِبِ حَرَامٌ قَالَ: وَهُوَ الْحَقُّ قَالَ تَعَالَى - {قُتِلَ الْخَرَّاصُونَ} [الذاريات: ١٠]- الْكُلُّ مِنْ الْمُجْتَبَى وَفِي الْوَهْبَانِيَّةِ قَالَ:وَلِلصُّلْحِ جَازَ الْكِذْبُ أَوْ دَفْعُ ظَالِمٍ ... وَأَهْلِ التَّرَضِّي وَالْقِتَالِ لِيَظْفَرُوا۔
مجمع الانھر: (کتاب الکراھیة، 552/2، ط: دار احیاء التراث العربی) وَالْكَذِبُ حَرَامٌ إلَّا فِي الْحَرْبِ لِلْخُدْعَةِ وَفِي الصُّلْحِ بَيْنَ اثْنَيْنِ وَفِي إرْضَاءِ الْأَهْلِ وَفِي دَفْعِ الظَّالِمِ عَنْ الظُّلْم-