আসসালামু আলাইকুম।
শায়খ, আমার দাদি ওয়াজ শুনতেছিল ফোন এ। শুনা শেষ এ দাদি বললো যে ওয়াজ টা ভালো লেগেছে উনার।তখন আমি একটু দুস্টামি করে বলে ফেলেছি যে,ভালো লাগলে একটু খেয়ে নেও।বলার সময় ই কেমন জানি লাগতেছিল।বলার পর মনে হলো যে বিষয়টা ঝোকের মাথায় এইভাবে বলা ঠিক হয়নাই। বলার পর হুশ আসে।আর বলার সময় ও মনে মনে কেমন জানি লাগতেছিল।তবে শায়খ,কখনোই ওয়াজ নিয়ে মজা করি না। শায়খ, এতে কি গুনাহ হবে? কেননা ঝোকের মাথায় বলে ফেলেছি এটা শায়খ।আমি সাথে সাথে মাফ চেয়েছি আল্লাহর কাছে।শায়খ,এতে কি আমার ইমান নষ্ট হয়ে গেছে?? শায়খ দয়া করে একটু জানাবেন প্লিজ।