আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,
আমার বর আমাকে খুব রাগারাগির একটি পর্যায় আমাকে মুখে ৩ তালাক দেয় তারপর একটি ফতোয়া বিভাগের আলেম দের সাথে আমার বর সরাসরি কথা বলেন তারপর তারা আমার মুখের কথা শোনেন,তারপর তারা প্রায় ১৫ দিন সময় নেন তারপর তারা জানান আমরা যেভাবে আমাদের কথা বলেছি এই বয়ানের উপর ভিত্তি করে তারা বলেছে আমার তালাক হয় নি,, এর প্রায় ২০-২৫ দিন এর মাথায় আমি আমার বরের সাথে খুব ঝামেলা অশান্তি করি প্রায় ৭-৮ ঘন্টা তাকে শুধু আমাকে তালাক দেন এটা বলে ডিস্টার্ব করি তার ডিউটির থেকে শুরু করে শেষ করা এবং রাত প্রায় ১১ টার পর আমার বর আমাকে ম্যাসেজে লিখে তালাক,তালাক,তালাক এবং লিখে সেটা সাথে সাথে কেটে ফেলে,,,আমি দেখার সাথে সাথে তারপর সে আমাকে বলে আমি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তালাক লিখি নি শুধু সাময়িক তোমাকে শান্ত করার জন্য লিখেছি এবং সে একজন আলেম এর থেকে শুনেছিলো তালাক এর জন্য মুখে বলা জরুরি কিন্তু সে বলছে সে আমাকে তালাক মুখে উচ্চারণ করে দেয় নি সে শুধু হাত দিয়ে ওতটুকু লিখেছে,এবং সে বলেছে তোমাকে ছেড়ে দেওয়া যদি আমার উদ্দেশ্য থাকতো তাহলে তো আমি তোমাকে ভয়েজ ওর কল করে কথা টা বলতে পারতাম আমার উদ্দেশ্য ছিলো না যে তোমাকে ছেড়ে দিবো শুধু আমি এটা হাত দিয়ে লিখছি এর বাহিরে অন্য কিছু না এখন আমি জানতে চাচ্ছি আমাদের কী তালাক টা হয়েছিল অনেক আলেম বলেছে হয় নি এবং অনেকে বলেছে হয়েছে আমি সঠিক টা জানতে চাচ্ছি দয়া করে আমাকে সঠিক উওর টা দিবেন ইনশাআল্লাহ,,,