আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
76 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (23 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,
আমার বর আমাকে খুব রাগারাগির একটি পর্যায় আমাকে মুখে ৩ তালাক দেয় তারপর একটি ফতোয়া বিভাগের আলেম দের সাথে আমার বর সরাসরি কথা বলেন তারপর তারা আমার মুখের কথা শোনেন,তারপর তারা প্রায় ১৫ দিন সময় নেন তারপর তারা জানান আমরা যেভাবে আমাদের কথা বলেছি এই বয়ানের উপর ভিত্তি করে তারা বলেছে আমার তালাক হয় নি,, এর প্রায় ২০-২৫ দিন এর মাথায় আমি আমার বরের সাথে খুব ঝামেলা অশান্তি করি প্রায় ৭-৮ ঘন্টা তাকে শুধু আমাকে তালাক দেন এটা বলে ডিস্টার্ব করি তার ডিউটির থেকে শুরু করে শেষ করা এবং রাত প্রায় ১১ টার পর আমার বর আমাকে ম্যাসেজে লিখে তালাক,তালাক,তালাক এবং লিখে সেটা সাথে সাথে কেটে ফেলে,,,আমি দেখার সাথে সাথে তারপর সে আমাকে বলে আমি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তালাক লিখি নি শুধু সাময়িক তোমাকে শান্ত করার জন্য লিখেছি এবং সে একজন আলেম এর থেকে শুনেছিলো তালাক এর জন্য মুখে বলা জরুরি  কিন্তু সে বলছে সে আমাকে তালাক মুখে উচ্চারণ করে দেয় নি সে শুধু হাত দিয়ে ওতটুকু লিখেছে,এবং সে বলেছে তোমাকে ছেড়ে দেওয়া যদি আমার উদ্দেশ্য থাকতো তাহলে তো আমি তোমাকে ভয়েজ ওর কল করে কথা টা বলতে পারতাম আমার উদ্দেশ্য ছিলো না যে তোমাকে ছেড়ে দিবো শুধু আমি এটা হাত দিয়ে লিখছি এর বাহিরে অন্য কিছু না এখন আমি জানতে চাচ্ছি আমাদের কী তালাক টা হয়েছিল অনেক আলেম বলেছে হয় নি এবং অনেকে বলেছে হয়েছে আমি সঠিক টা জানতে চাচ্ছি দয়া করে আমাকে সঠিক উওর টা দিবেন ইনশাআল্লাহ,,,

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(ক)
আপনার স্বামীর মুখে ৩ তালাক দেয়ার পরও কেন তালাক হয়নি? সেটা আমাদের বুঝে আসেনি।যাইহোক, এ সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন না।আপনি পরবর্তী ঘটনা নিয়ে জানতে চাচ্ছেন, তাই আমরা পরবর্তী ঘটনার আলেকেই জবাব লিখছি....

(খ)
কাগজে তালাক লিখার দ্বারা তালাক পতিত হয়ে যায়। চায় স্ত্রীকে প্রেরণ করা হোক বা না হোক।ঠিকতেমনি মেসেজে তালাক লিখে সেন্ড করার পূর্বে ডিলেট করে নিলেও তালাক পতিত হয়ে যাবে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
'ম্যাসেজে লিখে তালাক,তালাক,তালাক এবং লিখে সেটা সাথে সাথে কেটে ফেলে,,,আমি দেখার সাথে সাথে'

যেহেতু আপনার বিবরণ অনুযায়ী আপনার স্বামী মেসেজে তালাক লিখে তারপর ডিলেট করেছে,চায় আপনাকে সেন্ড করার পর ডিলেট করুক বা সেন্ড করার আগেই ডিলেট করুক। মেসেজ তিনবার তালাক লিখার দ্বারা তিন তালাক পতিত হয়ে গেছে। 

الدر المختار (3/ 246)
فروع: كتب الطلاق إن مستبينا على نحو لوح وقع إن نوى وقيل مطلقا، ولو على نحو الماء فلا مطلقا، ولو كتب على وجه الرسالة والخطاب كأن يكتب يا فلانة إذا أتاك كتابي هذا فأنت طالق طلقت بوصول الكتاب، جوهرة.
حاشية ابن عابدين (3/ 246)
 مطلب في الطلاق بالكتابة  قوله ( كتب الطلاق الخ ) قال في الهندية: الكتابة على نوعين مرسومة وغير مرسومة. ونعني بالمرسومة أن يكون مصدرا ومعنونا مثل ما يكتب إلى الغائب، وغير المرسومة أن لا يكون مصدرا ومعنونا، وهو على وجهين: مستبينة وغير مستبينة، فالمستبينة ما يكتب على الصحيفة والحائط والأرض على وجه يمكن فهمه وقراءته، وغير المستبينة ما يكتب على الهواء والماء وشيء لا يمكن فهمه وقراءته، ففي غير المستبينة لا يقع الطلاق وإن نوى، وإن كانت مستبينة لكنها غير مرسومة إن نوى الطلاق يقع وإلا لا، وإن كانت مرسومة يقع الطلاق نوى أو لم ينو………… قوله ( إن مستبينا ) أي ولم يكن مرسوما أي معتادا، وإنما لم يقيده به لفهمه من مقابله، وهو قوله "ولو كتب على وجه الرسالة" الخ؛ فإنه المراد بالمرسوم. قوله ( مطلقا ) المراد به في الموضعين نوى أو لم ينو وقوله ولو على نحو الماء مقابل قوله إن مستبينا قوله ( طلقت بوصول الكتاب ) أي إليها ولا يحتاج إلى النية في المستبين المرسوم ولا يصدق في القضاء أنه عنى تجربة الحظ ط، بحر. ومفهومه أنه يصدق ديانة في المرسوم، رحمتي.

تبيين الحقائق (6/ 218):
 ثم الكتاب على ثلاث مراتب:
مستبين مرسوم، وهو أن يكون معنونا أي مصدرا بالعنوان، وهو أن يكتب في صدره "من فلان إلى فلان" على ما جرت به العادة في تسيير الكتاب، فيكون هذا كالنطق، فلزم حجة.
ومستبين غير مرسوم، كالكتابة على الجدران وأوراق الأشجار أو على الكاغد لا على وجه الرسم، فإن هذا يكون لغوا؛ لأنه لا عرف في إظهار الأمر بهذا الطريق، فلا يكون حجة إلا بانضمام شيء آخر إليه، كالنية والإشهاد عليه والإملاء على الغير حتى يكتبه؛ لأن الكتابة قد تكون للتجربة وقد تكون للتحقيق، وبهذه الأشياء تتعين الجهة، وقيل: الإملاء من غير إشهاد لا يكون حجة، والأول أظهر. 
وغير مستبين، كالكتابة على الهواء أو الماء، وهو بمنزلة كلام غير مسموع، ولا يثبت به شيء من الأحكام وإن نوى.

"الکتابۃ المرسومۃ جاریۃ مجری الخطاب"(بدائع الصنائع،کتاب الطلاق،فصل في النوع الثاني،ج:4،ص:24)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...