ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নামাযে বিনা জরুরতে ডানে বামে থাকানো মাকরুহে তানযিহি।
لما في الفتاوي الهندية :’’ويكره أن يلتفت يمنة أو يسرة بأن يحول بعض وجهه عن القبلة فأما أن ينظر بمؤق عينه ولا يحول وجهه فلا بأس به، كذا في فتاوى قاضي خان. ويكره أن يرفع بصره إلى السماء “۔( فتاویٰ عالمگیری ، کتاب الصلاۃ ، الفصل الثانی ، جلد 1 ، صفحہ 106 ، مطبوعہ کوئٹہ )
اگر آنکھوں کی پتلی گھماکر بلاضرورت اِدھر اُدھر نماز میں دیکھا تو مکروہ تنزیہی ہے اور اگر گردن گھماکر دیکھا تو مکروہ تحریمی اور اگر اِدھر اُدھر دیکھنے میں قبلہ کی طرف سے سینہ ہٹ گیا تو نماز نہیں ہوگی۔
فتاوي نمبر: 559-478/B=07/1442
دارالافتاء،
دارالعلوم دیوبند
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বাচ্ছাকে দেখার কেউ না থাকলে, বাচ্ছার দিকে থাকানো যাবে। বাচ্ছাকে সামনে পাশে রেখে নামায পড়লে চোখ ঘুরিয়ে দেখার প্রয়োজনিয়তা পড়বে না। ফরযের সাথে দ্রুত সুন্নতকেও পড়ে নিবেন।
(২) সর্বদা সুন্নতকে তরক করা যাবে না। বরং সুন্নত পড়ার জন্য যাবতীয় সমস্ত চেষ্টপ্রচেষ্টা করতে হবে। চেষ্টাপ্রচেষ্টা না করে, এমনি এমনি সুন্নতকে ছেড়ে দিলে অবশ্যই গোনাহ হবে।
(৩) কেমন মজবুরি! আপনাকে অবশ্যই অতিদ্রুত এই জায়গা পরিত্যাগ করতে হবে।
(৪) টিকেট না কেটে মেট্টোতে ভ্রমণ করা জায়েয হবে না।