আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
42 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
১। আমার ৬মাসের একটি বাচ্চা আছে।বাসায় আমি একা থাকি তাকে নিয়ে।নামায সময় তাকে বিছানায় রেখে আমি নামাজ আদায় করি।তখন ও অনেক কান্না করে। আমি মাঝে মাঝে নামাযের মধ্যেই তার দিকে একটু চোখ দিয়ে দেখি যে সে কোনভাবে ব্যথা পাচ্ছে কিনা বা কিছু দিয়ে মুখ ঢেকে ফেললো কিনা। আমার এইরকম করায় কি নামাজ আদায় হবে? নাকি নামায ভেঙে যাবে?

২।আমি বাচ্চার কান্নার জন্য প্রত্যেক ওয়াক্তের ফরজ আদায় করি।বাকি সুন্নাহ সালাত আদায় করা হয়ে ওঠে না অর কান্নার জন্য। এতে কি আমার গুনাহ হবে?

৩।আমি যেখানে থাকি সেখানে নিকাব করা নিষিদ্ধ। তাই না চাইতে মুখ খুলে চলতে হয়। এইখানে থাকাও আমার মাজবুরির মধ্যে পড়ে। আমি না চাইতেও এখানে থাকতে হবে। এতে কি আমার গুনাহ হবে?
৪।মাঝে মধ্যে বাসে বা মেট্রো তে অনেক সময় টিকেট না কাটলে কি গুনাহ হবে?  একজন বললো আমরা যে ট্যাক্স দেই সেই টাকা দিয়েই সরকার আমাদের এইসব সার্ভিস দেয় ট্যাক্সের বদলে তো আমরা কিছুই পাই না। এইটা কতোটুকু যুক্তিযুক্ত?

1 Answer

0 votes
by (599,040 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নামাযে বিনা জরুরতে ডানে বামে থাকানো মাকরুহে তানযিহি। 
لما في الفتاوي الهندية :’’ويكره أن يلتفت يمنة أو يسرة بأن يحول بعض وجهه عن القبلة فأما أن ينظر بمؤق عينه ولا يحول وجهه فلا بأس به، كذا في فتاوى قاضي خان. ويكره أن يرفع بصره إلى السماء “۔( فتاویٰ عالمگیری ، کتاب الصلاۃ ، الفصل الثانی ، جلد 1 ، صفحہ 106 ، مطبوعہ کوئٹہ )

 اگر آنکھوں کی پتلی گھماکر بلاضرورت اِدھر اُدھر نماز میں دیکھا تو مکروہ تنزیہی ہے اور اگر گردن گھماکر دیکھا تو مکروہ تحریمی اور اگر اِدھر اُدھر دیکھنے میں قبلہ کی طرف سے سینہ ہٹ گیا تو نماز نہیں ہوگی۔
فتاوي نمبر: 559-478/B=07/1442
دارالافتاء،
دارالعلوم دیوبند

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বাচ্ছাকে দেখার কেউ না থাকলে, বাচ্ছার দিকে থাকানো যাবে। বাচ্ছাকে সামনে পাশে রেখে নামায পড়লে চোখ ঘুরিয়ে দেখার প্রয়োজনিয়তা পড়বে না। ফরযের সাথে দ্রুত সুন্নতকেও পড়ে নিবেন।

(২) সর্বদা সুন্নতকে তরক করা যাবে না। বরং সুন্নত পড়ার জন্য যাবতীয় সমস্ত চেষ্টপ্রচেষ্টা করতে হবে। চেষ্টাপ্রচেষ্টা না করে, এমনি এমনি সুন্নতকে ছেড়ে দিলে অবশ্যই গোনাহ হবে।

(৩) কেমন মজবুরি! আপনাকে অবশ্যই অতিদ্রুত এই জায়গা পরিত্যাগ করতে হবে।

(৪) টিকেট না কেটে মেট্টোতে ভ্রমণ করা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...