১।আমরা একটা যায়গায় বল খেলি আমি তাদের কে নামাজের দাওয়াত দেই যারা নামাজ পড়ে বা পড়তে পারে বাকিদের কে না দেওয়ার কারনে কি গোনাহ হবে?
২।ফরজ ওয়াজিব সুন্নাত নফল ইবাদত না করে কেউ যদি সব আমল কে সম্মান রেখে গোনাহ কে খারাপ জেনে ঐ আমল গুলোর সময় যদি গোনাহ করে তাদের ইমান কি থাকবে। যেমন নামাজ না পড়ে জুয়া খেলে এবং অন্যন্য গোনাহ করে?
৩।নামাজ ঠিক রেখে ক্রিকেট খেলা কি জায়েজ হবে
৪।বান্দার হক নষ্ট করলে ইবাদাত কবুল হবে না নাকি আল্লাহ পাক চাইলে কবুল হবে। সে কি ইবাদতের সওয়াব পেতে পারে নাও পেতে পারে?
৫।আমাদের বাড়ির একজন নেশা করে রাতে, সে যদি নেশা গ্রস্থ অবস্থায় না যদি সে নেশা কাটা অবস্থায নামাজ পড়ে সে কি সওয়াব পেতে পারে। আমি তাকে বলছি যে নেশা কাটা অবস্থায় নামাজে যেতে আল্লাহ পাক চাইলে হিদায়েত দিতে পারেন আমি কি ভুল কিছু করছি?
৬।নেক আমল করে আবার গুনাহ করে তাদের রুহ কি ছিরে ফিরে বাহির করা হবে
৭।নেক আমল করে আবার গুনাহ করে সে কি কাফের হয়ে মরবে