আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
97 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
আসসালামু আলাইকুম।
১.আমার সম্পর্কে সত্য কথা হোক বা মিথ্যা হোক যেটাই আমার অগোচরে কেউ আলোচনা করবে আর আমাকে সমাজের কাছে সেটার কারনে ছোট হতে হয় সেই সকল মানুষের সঙ্গে আমার আচরণ কেমন হওয়া উচিত? আর এর জন্য আমাকে খুব কষ্ট পেতে হচ্ছে আল্লাহর কাছে কি বিচার চাইবো?

২.আমি নাসরিন। আমার স্বামীর সামনে অন্য মহিলার রুপের প্রশংসা করাই আমার স্বামী আমাকে রাগানোর জন্য বলে তাহলে বিয়ে করে ফেলে কি ভুল ই করে ফেললাম। আমি এতে খুব কষ্ট পাই। এতে কি আমাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট বা বিচ্ছেদ  এমন কোন কিছু বোঝাতে পারে কি?
৩.আমি দিলরুবা। আমিও আমার স্বামী কে বলি বাবু, সোনা, আমার ছোট্ট বেবি বা বাচ্চা , আমারও স্বামী ও এমন কথায় আমাকে বলে বাবুসোনা,আমার বেবি বা বাচ্চা। এমন বলা জায়েজ আছে?
৪.আমি রিয়া।আমার স্বামী কে আদরে বলতে পারেন বা অধিক ভালোবাসা দিয়ে আমার সন্তান বুঝিয়ে ফেলেছি আমার স্বামী ও এমন টা বুঝিয়ে ফেলেছে। এখন করণীয় কি আমরা দুজন ই অনুতপ্ত। এতে কি আমাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন  হতে পারে??
আমরা ৪ জন ই, IOM এ পড়াশোনা করি আলহামদুলিল্লাহ । নতুন শুরু করেছি দুআ করবেন। আর উত্তর দিয়ে আমাদের প্রতি স্নেহ রাখবেন।

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)আপনি সমালোচনার উর্ধ  থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন।
(২)' আপনার স্বামীর সামনে অন্য মহিলার রুপের প্রশংসা করায়, আপনার স্বামী আফনাকে রাগানোর জন্য বলল,  তাহলে বিয়ে করে ফেলে কি ভুল ই করে ফেললাম।'
এদ্বরা আপনাদের বৈবাহিক জীবনে কোনো সমস্যা হবে না।

(৩)স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে  বাবু, সোনা, আমার ছোট্ট বেবি বা বাচ্চা, এমনটা বলা কখনো উচিৎ না বরং মাকরুহ হবে। তবে বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে না।

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُخْتُكَ هِيَ؟ فَكَرِهَ ذَلِكَ وَنَهَى عَنْهُ.
এক লোক তার স্ত্রীকে বোন বলে ডাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনতে পেয়ে তা অপছন্দ করেন এবং তাকে এভাবে ডাকতে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ, হাদীস ২২০৪)

স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে বেবী ডাকলে যিহার হবে না।এবং পরস্পর পরস্পরের জন্য হারামও হবে না। তবে এমনটা মাকরুহ হবে।
ويكره قوله أنت أمي ويا ابنتي ويا أختي ونحوه
(রদ্দুল মুহতার-৩/৪৭০)

(৪) স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে  বাবু, সোনা ইত্যাদি বলা, এগুলো অনৈসলামিক কালচার। এগুলোকে অবশ্যই পরিহার করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...