ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)আপনি সমালোচনার উর্ধ থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন।
(২)' আপনার স্বামীর সামনে অন্য মহিলার রুপের প্রশংসা করায়, আপনার স্বামী আফনাকে রাগানোর জন্য বলল, তাহলে বিয়ে করে ফেলে কি ভুল ই করে ফেললাম।'
এদ্বরা আপনাদের বৈবাহিক জীবনে কোনো সমস্যা হবে না।
(৩)স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে বাবু, সোনা, আমার ছোট্ট বেবি বা বাচ্চা, এমনটা বলা কখনো উচিৎ না বরং মাকরুহ হবে। তবে বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে না।
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُخْتُكَ هِيَ؟ فَكَرِهَ ذَلِكَ وَنَهَى عَنْهُ.
এক লোক তার স্ত্রীকে বোন বলে ডাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনতে পেয়ে তা অপছন্দ করেন এবং তাকে এভাবে ডাকতে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ, হাদীস ২২০৪)
স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে বেবী ডাকলে যিহার হবে না।এবং পরস্পর পরস্পরের জন্য হারামও হবে না। তবে এমনটা মাকরুহ হবে।
ويكره قوله أنت أمي ويا ابنتي ويا أختي ونحوه
(রদ্দুল মুহতার-৩/৪৭০)
(৪) স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে বাবু, সোনা ইত্যাদি বলা, এগুলো অনৈসলামিক কালচার। এগুলোকে অবশ্যই পরিহার করতে হবে।