আসসালামু আলাইকুম
১।আল্লাহ, রাসূল(স:), কুরআন নিয়ে মনে সন্দেহ আসলে কি কেও ঈমান হারা হয়ে যায়?
২। গতকাল সূরা লাহাব তাফসীর পড়ছিলাম হঠাৎ কি হলো আমার আমি জানি না, তখন মনে হলো আসলেই কি আবু লাহাব এমন ছিলো!আমি তো দেখি নাই সরাসরি কেন বিশ্বাস করবো!আবার মনে হচ্ছে কুরআন কি আসলেই সত্যি,(নাউযুবিল্লাহ) আমার ভিতর সন্দেহ ডুকে গেছে, খালি মনে হচ্ছে কেন বিশ্বাস করবো! আমার বিশ্বাসে ঘাটতি আছে নাকি আমি জানি না, আমার কি ঈমান চলে গেছে?
৩।এই চিন্তা মাথা থেকে অনেক বাদ দেওয়ার চেষ্টা করছি,ইস্তেগফার, দু'আ করতেছি।আল্লাহর কাছে কান্না করছি তাও আমার মন থেকে যাচ্ছে না, আমার অনেক ভয় লাগছে আমার ঈমান চলে গেলো কিনা, আমি কিভাবে বাচবো এই চিন্তা থেকে?
৪।সামনে এই চিন্তা আবার আসলে আমার কি ঈমান নবায়ন করতে হবে?
৫।আমার অনেক ওয়াসোওয়াসা হয়,আমি কখনো কাবা ঘর,কুরআন, নবির রওজা এসব চিন্তা করতে পারি না, ছবিও যে একটু মন ভরে দেখবো তাও পারি না, শুধু অবমাননা আসে।সত্যি আমি ইচ্ছে করে আনি না।আমি এটা থেকে বাচতে চাই কিন্তু পারছি না। এরকম হওয়াতে কি আমার অনেক গুনাহ হয় বা ঈমান চলে যায়?
আমি জানি না বুঝাইতে পারছি কিনা,
আমার এখন কি করা উচিত দয়া করে বলে দিন।আমার অনেক কষ্ট হচ্ছে,আমি ঈমান হারা হতে চাই না।
জাযাকাল্লাহ খইরান