৭/শায়েখ ২ নং প্রশ্নের উত্তরটা পাইনি
৮/আর ১ নং প্রশ্নের উত্তরটি বুঝতে পারিনি,,,তিনি হালাল পথেই ইনকাম করেন ইন শা আল্লাহ এবং ((((১নং প্রশ্নের উত্তরে বলেছেন, আপনার বাবা হতে যেই পরিমান টাকা গ্রহন করবেন,সেই পরিমান হারাম টাকা ছওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে দান করে দিতে হবে।
তাহলে সেটির ব্যবহার জায়েজ হবে।
নতুবা নয়।))))এখানে যেই পরিমাণ গ্রহণ করব সেই পরিমাণ দান করবো কথাটির মানে কি?
এখানে কি ভুলে সেই পরিমাণ টাকার বদলে যেই পরিমাণ টাকা লেখা হয়েছে?
৯/ শায়েখ আমার বাবার ব্যবসায় খুবই খুবই অল্প পরিমাণ হারাম টাকা রয়েছে,তাহলে কি তার থেকে টাকা নেয়া,তার টাকা দিয়ে কোন জিনিস ক্রয় করা,তার টাকা খরচ করা আমার জন্য জায়েজ নাকি নাজায়েজ?