আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
25 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (10 points)
আসসালামু আলাইকুম।
১. আমাদের ক্লাস শেষ হয় ১২.৪৫/১.০০/১.৩০/১.৪৫... এরকম।বাসায় আসতে আসতে ৩টা ৩.৩০ /৩.৪৫/৪.০০ টাও বেজে যায়। কখনও শেষ ওয়াক্ত বা কখনও সলাতের টাইমআপ হয়ে যায়। ভার্সিটিতে মেয়েদের ওয়াশরুম এবং আলাদা বেসিন আছে।সেখানে উযু করা যায় কিন্তু পা ধোয়ার ক্ষেত্রে আবার ওয়াশরুমে যেতে হয় যেহেতু বেসিন অনেক উচু।আবার উযু করাও অনেক কষ্ট সাধ্য মুজা হিজাব নিকাব বোরকার হাতা উঠানো এগুলো খুলার ক্ষেত্রে তবে অসম্ভব নয়।এমতাবস্থায় কী তায়াম্মুম জায়েজ?

২. আমাদের সলাত আদায়ের রুম ছোট।২ জন মেয়ে কোনোরকম নামাজ পড়তে পারবে।টানা ৪ হাত জায়গা।কার্পেট নেই তবে জায়নামাজ আছে।সেখানে সতাল আদায়ের ক্ষেত্রে পিছলে যায়, আবার বোরকা অনেক ঘের(চওড়া/ডোরা) হওয়ার জন্য পায়ের নিচে আটকে যায় এক্ষেত্রে দুর্ঘটনা ঘটার পসিবিলিটি অনেক বেশি।এমতাবস্থায় কী বসে সলাত আদায় জায়েজ হবে?

জাযাকুমুল্লহু খইরন

1 Answer

0 votes
by (561,180 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে পানি। আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ পানি প্রাকৃতিক নিয়মে সরবরাহ  করে রেখেছেন। তারপরও অবস্থার আলোকে যদি পানি না পাওয়া যায় বা কেউ অসুস্থ হয়ে পানি ব্যবহারে একেবারে অপারগ হয়, সে সময়ে গোসলের পরিবর্তে তায়াম্মুম করবে। 

আল্লাহ তাআলা বলেন,

وَإِن كُنتُم مَّرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ مَا يُرِيدُ اللَّـهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍ وَلَـكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

অর্থ : যদি তোমরা রুগ্ন হও, অথবা সফরে থাক অথবা তোমাদের কেউ প্রসাব-পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাস করো, অতঃপর পানি না পাও, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না; কিন্তু তোমাদের পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞাতা প্রকাশ করো।(সুরা মায়েদা : ৬)
,
তায়াম্মুম করা কখন বৈধ?

১- পানির অনুপস্থিতিতে
আল্লাহ তাআলা বলেন, (فَلَمۡ تَجِدُواْ مَآءٗ فَتَيَمَّمُواْ) {অতঃপর পানি না পাও, তবে তায়াম্মুম করো।}

২- পানি থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে অপারগ হলে

যেমন অসুস্থ অথবা বৃদ্ধ ব্যক্তি যে নড়াচড়া করতে পারে না এবং তার কাছে এমন ব্যক্তিও নেই যে তাকে অজু করার ব্যাপারে সাহায্য করবে।

বিস্তারিত জানুনঃ  

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
এমতাবস্থায় তায়াম্মুম জায়েজ হবেনা।
যেহেতু বেসিনে উযু করার পর পা ধোয়ার ক্ষেত্রে আবার ওয়াশরুমে যেতে হয়,সুতরাং এক্ষেত্রে আবারো ওয়াশরুমে যাওয়া মুশকিল হলে আপনি একটি কাজ করবেন,আগেই ওয়াশরুম থেকে পা ধুয়ে নিয়ে আসবেন,এরপর বেসিনে অযুর অন্যান্য অঙ্গ ধৌত করবেন।

তাহলে আর পা ধোয়া লাগেবেনা,আপনার অযু হয়ে যাবে।

(০২)
এমতাবস্থায় বসে সলাত আদায় জায়েজ হবেনা। 

আপনাদের নামাজ রুমে তো কোনো পুরুষ প্রবেশ করবেন,সুতরাং এক্ষেত্রে আপনি নামাজের জন্য আলাদা পোশাক ব্যবহার করতে পারেন।
অথবা বোরকা কিছুটা উঁচু করে দুই হাটুর মাঝে আটকিয়ে রেখে রুকু সেজদাহ করতে পারেন,বা নামাজের শুরুতে বোরকা কোমড়ে বেধে নামাজ আদায় করতে পারেন।

তাহলে আর উক্ত পরিস্থিতিতে পড়তে হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 226 views
0 votes
1 answer 167 views
...