আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
149 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (13 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।
১. বিয়ের পর থেকেই স্বামী স্ত্রী ঝগড়ার সময় স্বামী সবসময় রাগের বসে "১তালাক ২তালাক" এমন ভাবে দুই তালাক বলে
কখনোই ৩তালাক বলেনি
এবং ঝগড়ার দিন বা এক-দুই দিন পরই তাদের মধ্যে সব ঠিক হয়ে যায় আর সংসারও করে
প্রায় প্রতিমাসেই ২-৩বার ঝগড়া হতো আর স্বামী "২তালাক" বলতোই
এবং "আমার ইনকামের টাকায় কিছু খেলে তুই হারাম খাছ" এমন অনেক কথা বলতো এবং এখনো বলে
তাদের সংসার জিবনের ১৬বসরের মধ্যে স্ত্রীর এই দ্বিনের বুঝ ছিলোনা যে এটা কাউকে বলবে বা জিজ্ঞেস করবে
এখন এত বসর পর এটা ঠিক না জেনে একজন হুজুরকে জিজ্ঞেস করার পর উনি বলছে আবার বিয়ে পড়ে নিলেই হবে
ওই স্বামী স্ত্রী দুইজন কাজীর কাছে গিয়ে কোনো স্বাক্ষী ছাড়া বিয়ে করেছে

এক্ষেত্রে আমার প্রশ্ন বা আমি জানতে চাচ্ছি যে ইসলামী শরিয়াহ মোতাবেক এই বিয়ের পর তারা যে সংসার করছে এটা কী জায়েজ হবে কিনা?

৩. বাচ্চাকে লম্বা হওয়ার জন্য হরমোন চিকিৎসা করানো কি জায়েয?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামী স্ত্রী যখনই পরস্পর ঝগড়া হয়, ঝগড়ার সময় প্রায় স্বামী "১তালাক ২তালাক"  বললে, এদ্বারা কয় তালাক পতিত হবে?
এই প্রশ্নের জবাবে বলা হবে যে, এখানে স্বামীর নিয়ত কি ছিল? নতুনভাবে তালাক প্রদান না পূর্বের তালাকের সংবাদ দোহড়ানো? 
যদি পূর্বের তালাকের সংবাদ দোহড়ানো উদ্দেশ্য হয়, তাহলে নতুনকরে আর তালাক পতিত হবে না। কিন্তু যদি নতুন ভাবে তালাক প্রদান উদ্দেশ্য হয়, তাহলে অনেক পূর্বেই তিন তালাক হয়ে গেছে। বিষয়টা স্বামীকে ক্লিয়ার করতে হবে।"আমার ইনকামের টাকায় কিছু খেলে তুই হারাম খাছ" এই কথা তালাকের নিয়তে না বললে তালাক হবে না।
لما في الفتاوی الهندیة:
"روى ابن سماعة عن محمد - رحمه الله تعالى - فيمن قال لامرأته: كوني طالقًا أو اطلقي، قال: أراه واقعًا و لو قال لها: أنت طالق طالق أو أنت طالق أنت طالق أو قال: قد طلقتك قد طلقتك أو قال: أنت طالق و قد طلقتك تقع ثنتان إذا كانت المرأة مدخولًا بها، و لو قال: عنيت بالثاني الإخبار عن الأول لم يصدق في القضاء و يصدق فيما بينه وبين الله تعالى."
(کتاب الطلاق ، ص: 355، ج:1 ،ط:دارالفکر)

(২) বাচ্চাকে লম্বা হওয়ার জন্য হরমোন চিকিৎসা করানো জায়েয রয়েছে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (13 points)
edited by

ওই লোক বলছে যে, 
যতবারই কথাটা বলছে মন থেকে কখনোই বলে নাই।
তালাক হিসেবেও বলে নাই। গালি হিসেবে বলছে।

এর দ্বারা কি আগের তালাকের সংবাদ দোহরানো বুঝায়?
বা নিয়ত ছিলো না এমন বুঝায়?
by (606,750 points)
যদি গালি হিসেবে বলে থাকে, তাহলে এই দুই তালাকই পতিত হবে। নতুনকরে কোনো তালাক পতিত হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...