আমার সাধারণত সাদা স্রাবের অনেক সমস্যা রয়েছে যার কারনে কখনো কখনো আমি মাজুর হিসেবে গন্য হই।আমি প্রতি ওয়াক্তে ফরজ নামাজের পর টিস্যু দিয়ে গোপনাঙ্গ চেক করি সাদাস্রাব নির্গত হলো কিনা।আজকে বেশ কয়েকদিন যাবত একটি সমস্যার সম্মুখীন হচ্ছি নামাজ শেষ করে যখন টিস্যু দিয়ে গোপনাঙ্গ চেক করি তখন দেখা যায় সাদা স্রাব নির্গত হয়নি বা প্রস্রাবও নির্গত হয়নি কিন্তু টিস্যু ভিজে গিয়েছে পানি জাতীয় কোন জিনিসের কারনে যা পরিমানে খুবই সামান্য।কখনো মনে হয় পানিটি বাহির এর কোন স্থান থেকে এসেছে বা কখনো মনে হয় হয়তো গোপন অঙ্গ থেকেই এসেছে।আমি কোন ভাবেই এটা নিশ্চিত হতে পারছি না এই পানিটা কোথা থেকে নির্গত হচ্ছে। পূর্বে আমার এ ধরনের কোন সমস্যার সম্মুখীন হতে হয়নি।
এখন আমার প্রশ্ন হচ্ছে যেহেতু আমি কোনোভাবেই নিশ্চিত হতে পারছি না এই পানিটা কোথা থেকে আসছে তাই যখন এই পানিটা নির্গত হবে আমি কি এটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে ধরে নিব?