ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত।
عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رد»
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আমাদের এ দীনে নতুন কিছু উদ্ভাবন করেছে যা এতে নেই, তা প্রত্যাখ্যাত। (সহীহ: বুখারী ২৬৯৭, মুসলিম ১৭১৮, আবূ দাঊদ ৪৬০৬, ইবনু মাজাহ্ ১৪, আহমাদ ২৬০৩৩, সহীহ ইবনু হিব্বান ২৬, ইরওয়া ৮৮, সহীহ আল জামি‘ ৫৯৭০, সহীহাহ্ ২৩০২, সহীহ আত্ তারগীব ৪৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বারো চান্দের ফযিলত সম্পর্কীয় যেই কিতাবটি বাজারে পাওয়া যায়, সেই কিতাবের সবক'টি মাস'আলাকে বিদআত আখ্যায়িত করা যাবে না। আবার সবক'টির উপর আ'মল করা যুক্তিসঙ্গতও হবে না। বরং যাচাই-বাছাই করে আ'মল করতে হবে। এজন্য নিম্নোক্ত কিতাবটি সংগ্রহে নিয়ে আসতে হবে।
কুরআন ও সহীহ হাদীসের আলোকে বারো চান্দের ফযিলত
লেখক : শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
প্রকাশনী : দারুস সালাম বাংলাদেশ