আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
87 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (13 points)

আজ থেকে ৪/৫ দিন আগে আমি রাতে বা সন্ধার দিকে (সময় হবে ৬-৬.৩০মিনিট এর মধ্যে হয়ত ) একটা কাজে অফিস জাচ্চিলাম রাস্তা দিয়ে হেটে তখন আমার মনে নানান কথায় গুরতাসিল তো মুলত আমার মনে ছেড়ে দিলাম এমন কথা বা এইসব নিয়ে চিন্তা গুরপাক খাচ্চিল কিছুটা তো কিছুটা মনে মনে চিন্তা তো হচ্চিল নিশ্চিত কিন্তু হঠাৎ করেই তখন মনে হওয়া শুরু করল আমি আবার মনে মনে এইটা যে ভাব ছিলাম মুখ দিয়ে তো বলে ফেলিনাই আমি নানান ভাবেই বুজার try করসি কোন ভাবে উচ্চারণ হল কি হল না বুজতে পারতাসিনা হয়ত আমার ঠোট বা জিব্বা নড়ছে কিন্ত যেতটুকু মনে হচ্চে কোন আওয়াজ বা শব্দ হয়নাই যদি কোন আওয়াজ বা ছেড়ে দিলাম বাক্য এর কোন বাক্য এর শব্দ হত তাহলে তো অবশ্যই সুন্তাম এখন আদো আওয়াজ হল কিনা আল্লাহ জানে যেহেতু আমি হাটা অবস্থায় ছিলাম তাই হয়ত কোন শব্দের টের পাইনাই বা হয়ত কোন শব্দই হয়নাই হয়ত শুধু ঠোট বা জিব্বা নরছে বা হয়ত উচ্চারণ হয়েছে কিন্তু আমি প্রবল ভাবে বলতে ও পারতাসিনা যে উচ্চারণ হল কি হল না।আর মনের শান্তির জন্য এমন বলব না যে হে উচ্চারণ হয়েছে যদি প্রকৃত পক্ষে কোন উচ্চারণ না হয়ে থাকে আদো।প্রায় সময় হুজুর এইগুলা চিন্তা করতে এইরকম চিন্তায় পরে যাই ভাবি আগে মনে মনে এর পরে সন্দেহ শুরু হয় আমি উচ্চারণ বা মুখ দিয়ে বলে ফেললাম না তো।ছেড়ে দিলাম এইসব বাক্য আমি উচ্চারণ করব এইটা কখনো ভাবিনা (চিন্তায় আস্তে পারে হয়ত মাজে মধ্যে উচ্চারণ করবার চিন্তা কিন্ত মন থেকে কখনো এমন বাক্য উচ্চারন করবার চিন্তা আসবে না এইটা ঠিক) প্রায় সময় এইসবি বার বার পেরেশানির মধ্যে ফেলে দেই।আর ভয় কাজ করায় মনে।এইখানে আপনাদের কাছে লেখার আগে আমি আমার পরিচিত আরেক মুফতির টেলিগ্রাম এ ও এই প্রশ্ন বা কথা গুলা লেখি আর লেখার সময় আমার কিছুটা ভয় কাজ করতাসে মনে আমি আমার বউ কে উদ্দেশ্য করে লেখতাসি না তো বা লেখতাসি কি আজব চিন্তা কিন্তু প্রশ্নটা আর কথা গুলা তো হুজুর কে উদ্দেশ্য করে লেখতাসি আর মনে হচ্চিল আমি আমার বউকে উদ্দেশ্য করে বা নিয়ত করে লেখতাসি এইসব বা এইখানে প্রশ্নে যে ছেড়ে দিলাম কথা টা আছে তা লেখতাসি আপনাদের কে যে এখন প্রশ্ন আর কথা গুলা করতাসি কিছুটা এখনো একি চিন্তা বা মনে হচ্চে হাল্কা করে। আমি আমার পরিচিত ওই হ্জুর এর ইনবক্স থেকে কপি করে এনে প্রশ্ন টা এইখানে পেস্ট করে আর কিছুটা এডিট করে  আর প্রশ্নটা গুচাইয়া আপনাদের কে করতাসি। আরও হুজুর আমি মুখ দিয়ে এইসব উলটা পালটা কোন কথা জেন না বলি বা মুখ দিয়ে বের না হয়ে যাই এই ভয়ে most of the time মুখ বা উপর আর নিচের ঠোট ২টা আর জিব্বা বন্দ রাখার try করি বা বলতে পারেন বন্ধ করেই রাখি।আমার ওই পরিচিত হুজুর থেকে উত্তর না পাওয়াই এইখানে করলাম আশা করি বিজ্ঞ মুফতি সাহেবরা আমাকে সমাধান দিয়ে চিন্তা মুক্ত করবেন।

প্রশ্ন:

১.হুজুর এতে আমার বিবাহিত সম্পর্কে কোন সমস্যা হবে না তো❓

1 Answer

0 votes
by (603,000 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
চার মাযহাব সম্পর্কিত সর্ববৃহৎ ফাতাওয়া গ্রন্থ, 'আল-মাওসু'আতুল ফেকহিয়্যায়' বর্ণিত রয়েছে,
وَلَوْ حَدَّثَ نَفْسَهُ أَنَّهُ يُطَلِّقُ زَوْجَتَهُ، أَوْ يُنْذِرُ لِلَّهِ تَعَالَى شَيْئًا، وَلَمْ يَنْطِقْ بِذَلِكَ، لَمْ يَقَعْ طَلاَقُهُ، وَلَمْ يَصِحَّ نَذْرُهُ  لِقَوْل النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ تَجَاوَزَ لأُِمَّتِي عَمَّا وَسْوَسَتْ - أَوْ حَدَّثَتْ - بِهِ أَنْفُسَهَا مَا لَمْ تَعْمَل بِهِ أَوْ تَكَلَّمْ. وَقَال قَتَادَةُ بَعْدَ أَنْ رَوَى الْحَدِيثَ: إِذَا طَلَّقَ فِي نَفْسِهِ فَلَيْسَ بِشَيْءٍ. وَقَال عُقْبَةُ بْنُ عَامِرٍ: لاَ يَجُوزُ طَلاَقُ الْمُوَسْوَسِ. وَعَلَّقَ ابْنُ حَجَرٍ عَلَى هَذَا الْقَوْل شَارِحًا لَهُ: أَيْ لاَ يَقَعُ طَلاَقُهُ؛ لأَِنَّ الْوَسْوَسَةَ حَدِيثُ النَّفْسِ، وَلاَ مُؤَاخَذَةَ بِمَا يَقَعُ فِي النَّفْسِ -
যদি কেউ মনে মনে তার স্ত্রীকে তালাক দেয়, বা মনে মনে কোনো নযর করে,এবং এ নিয়ে কোনো কথা মুখ দ্বারা উচ্ছারণ না করে,তাহলে তালাক সাব্যস্ত হবে না।তার নযরও বিশুদ্ধ হবে না।যেমন রাসূলুল্লাহ সাঃ বলেন,নিশ্চয় আল্লাহ তা'আলা আমার উম্মতের ওয়াসওয়াসাকে ক্ষমা করে দেবেন,এবং মনের কথাকেও ক্ষমা করে দেবেন,যতক্ষণ না আমলে পরিণত করছে বা মুখ দ্বারা উচ্ছারণ করে বলছে।কাতাদাহ রাহ উক্ত হাদীসকে বর্ণনার পর বলেন,মনে মনে তালাক দিলে কোনো তালাকই পতিত হবে না।উকবাহ ইবনে আমির রাহ মনে করেন,ওয়াসওয়াসাগ্রস্ত লোকের তালাক পতিত হবে না।ইবনে হাজর রাহ উক্ত কথার ব্যখ্যা করে আরেকটু বাড়িয়ে বলেন,তালাক পতিত হবে না।কেননা ওয়াসওয়াসা হল,মনের কথা।আর মনের কথা দ্বারা তালাক পতিত হয় না।(আল-মাওসু'আতুল ফেকহিয়্যাহ-৪৩/১৪৮)

ওয়াসওয়াসা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3318

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে মনে হচ্ছে যে, আপনি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত আছেন। সুতরাং আপনার উচিৎ যে, আপনি ওয়াসওয়াসা কোর্সটি করে নিবেন। এবং আপনার সাংসারিক জীবনে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (13 points)
edited by
ম্মম্মম্মম্মম্মম্ম
by (13 points)
হুজুর আমি কি ওয়াস ওয়াসার রোগি বা এই রোগ এ আক্রান্ত? 
by (603,000 points)
জ্বী, আপনি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত আছেন। আপনি ওয়াসওয়সা কোর্সটি করে নিবেন। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...