ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু
বিসমিল্লাহির রহমানির রহীম
জবাব:-
https://ifatwa.info/18494/ নং
ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে, শরীয়তের
বিধান মতে একাধিক স্ত্রীর মাঝে যদি ইনছাফ করতে পারে,তাহলে প্রয়োজনের স্বার্থে পুরুষ একাধিক বিবাহ করতে পারবে।
এক্ষেত্রে ১ম স্ত্রীর অনুমতির প্রয়োজন
নেই।
আল্লাহ তায়ালা
বলেন,
فانكحوا ما
طاب لكم من النساء مثنى وثلاث ورباع
তোমরা বিবাহ করবে
নারীদের মধ্যে যাকে তোমার ভালো লাগে—দুই,
তিন অথবা চার। আর যদি আশঙ্কা করো যে সুবিচার
করতে পারবে না, তাহলে
একজনকে (বিয়ে করো)...।’ (সুরা : নিসা, আয়াত : ৩)
বিস্তারিত জানুনঃ https://ifatwa.info/6683/
★★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে স্বামী যদি প্রয়োজনে ২য় বিবাহ
করে, উভয় স্ত্রীর মাঝে ইনছাফ (সমতা) কায়েম করতে পারে,উভয়ের হক পুরোপুরি আদায় করতে পারে,তাহলে সেক্ষেত্রে প্রথম স্ত্রীর জন্য তালাক চাওয়া জায়েজ
নেই।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي
قِلَابَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا
فِي غَيْرِ مَا بَأْسٍ، فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ صحيح
সাওবান (রাযি.)
সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কোনো মহিলা অহেতুক তার স্বামীর নিকট তালাক
চায় তার জন্য জান্নাতের সুগন্ধও হারাম হয়ে যায়।
আবূ দাঊদ ২২২৬,
তিরমিযী ১১৮৭,
ইবনু মাজাহ ২৫০০,
দারিমী ১৩১৬,
আহমাদ ২২৪৪০,
ইরওয়া ২০৩৫,
সহীহ আল জামি‘ ২৭০৬,
সহীহ আত্ তারগীব ২০১৮।
أَنْبَأَنَا
بِذَلِكَ بُنْدَارٌ أَنْبَأَنَا عَبْدُ الْوَهَّابِ أَنْبَأَنَا أَيُّوبُ عَنْ
أَبِي قِلاَبَةَ عَمَّنْ حَدَّثَهُ عَنْ ثَوْبَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله
عليه وسلم قَالَ " أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلاَقًا مِنْ
غَيْرِ بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ " . قَالَ أَبُو
عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .
সাওবান (রাঃ) হতে
বর্ণিত আছে, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ স্বামীর নিকট হতে যেসব নারী কোন বিবেচনাযোগ্য
কারণ ছাড়াই তালাক চায় তার জন্য জান্নাতের সুগন্ধও হারাম।
(ইবনু মাজাহ (২০৫৫) তিরমিজি
১১৮৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
জ্বী না প্রশ্নেল্লিখিত ছুরতে তালাক পতিত হবে
না। কারণ, আপনি যদি ২য় বিয়ে করেও ফেলেন তথাপি আপনার ১ম স্ত্রীর সাথে তালাক হবে না।
২য় বিবাহের দ্বারা বা উক্ত বিষয়ে কল্পনা করার দ্বারা তালাক পতিত হয়ে না।