ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শরীয়তে ইসলামি সহজতার উপর ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শরীয়তে ইসলামি সহজতার উপর নির্ভরশীল। শরীয়ত চায় না মানুষ কষ্টে নিপতিত হোক।আল্লাহ তা'আলা বলেন,
يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ
আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না(সূরা বাক্বারা-১৮৫)
রাসূলুল্লাহ সাঃ বলেন,
(إِنَّ الدِّينَ يُسْرٌ)
নিশ্চয় দ্বীনে ইসলাম সহজ।(সহীহ বুখারী-৩৯)
আপনার প্রশ্ন থেকে আমরা যা বুঝেছি,আপনার এ বিষয়টা হয়তো মনস্তাত্ত্বিক। এটা শয়তানের পক্ষ্য থেকে ওয়াসওয়াসা।যাতে করে শয়তান আপনাকে কষ্টে নিপতিত করে।এবং শেষ পর্যন্ত ইবাদতকে আপনার নিকট অসহনীয় ও কষ্টকর করে তুলতে পারে।সুতরাং এমন পর্যায়ের কাউকে আবার ওজু করার নির্দেশ দেয়া হবে না।এবং খুজতে আদেশ করা হবে না যে,কিছু বের হল কি না? বরং তার উপর দায়িত্ব হল সে প্রথমে ইস্তেঞ্জা করবে,তারপর লজ্জাস্থানে পানি ছিটিয়ে দিবে।যাতেকরে তার সামনে ওয়াসওয়াসার দরজা সমূলে ধংশ হয়ে যায়।অতঃপর সে অজু করবে এবং নামায পড়বে।সে শয়তানের প্ররোচনার দিকে ভ্রুক্ষেপ করবে না যে,কিছু বের হয়েছে কি না।
কিন্তু যদি কারো ঈয়াকিন বা পূর্ণ বিশ্বাস হয় যে,কিছু বের হয়েছে,তাহলে এমতাবস্থায় সে আবার অজু করতে হবে।সেজন্য আপনি রোমাল বা টিস্যু ইত্যাদি লজ্জাস্থানে রেখে পরীক্ষা করে দেখতে পারেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4271
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
সন্দেহ দ্বারা অজু ভঙ্গ হবে না। আপনি আপনার নামায চালিয়ে যান, যখন বায়ূর আওয়াজ শুনবেন, অথবা নাকে গন্ধ আসবে, তখন নতুন করে অজু করে নামায পড়বেন, নতুবা পূর্বের অজু দ্বারাই নামায চালিয়ে যাবেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/293
(২) AI ভয়েস দিয়ে ভিডিও এডিটিং জায়েয হবে যদি তাতে ধোকা প্রতারণা ও মিথ্যা না থাকে। নতুবা জায়েয হবে না।
(৩)গ্রাফিক্সের কাজে কঙ্কালের ছবি ব্যবহার করার রুখসত থাকবে যদি জরুরত থাকে। নতুবা জায়েয হবে না।
(৪) বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে থাকতে পারবে। তবে বিয়ের পর ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব তার স্বামীর। সমস্ত খরচাপাতি স্বামীকেই বহন করতে হবে। স্বামী ও বাবার বাড়ী লেকদের সম্মতিতে মেয়েরা বাবার বাড়ী থাকতে পারবে। এক্ষেত্রে অন্য করো ট্রিট করার কোনো অধিকার নাই।
(৫) উত্তম আখলাকের চেয়ে চেয়ে আল্লাহর কাছে কায়মনোবাক্যে দু'আ করবেন।
(৬) কোনো মেয়ে যদি চায় তার স্বামী দ্বিতীয় বিয়ে করবে না, শুধু তারই থাকবে, এর মাধ্যমে সো ইসলাম বিরোধী হবে না। কেউ যদি বলে, একাধিক বিয়ে আগে গণহারে হতো। ইসলাম সেটাকে লিমিটেড করেছে। এটা উম্মাহকে উত্তরণের কোনো বিধান না। এজন্য সে গোমরাহ হবে না। কেননা শরীয়তে শর্তারোপ করে বহু বহু বিবাহের অনুমতি দেওয়া হয়েছে।
(৭) কেউ যদি এই কথাগুলো বলে, সে অঠিক হবে না। । শরীয়ত চায় না মানুষ কষ্টে নিপতিত হোক।আল্লাহ তা'আলা বলেন,
يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ
আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না(সূরা বাক্বারা-১৮৫)
রাসূলুল্লাহ সাঃ বলেন,
(إِنَّ الدِّينَ يُسْرٌ)
নিশ্চয় দ্বীনে ইসলাম সহজ।(সহীহ বুখারী-৩৯)
আপনার প্রশ্ন থেকে আমরা যা বুঝেছি,আপনার এ বিষয়টা হয়তো মনস্তাত্ত্বিক। এটা শয়তানের পক্ষ্য থেকে ওয়াসওয়াসা।যাতে করে শয়তান আপনাকে কষ্টে নিপতিত করে।এবং শেষ পর্যন্ত ইবাদতকে আপনার নিকট অসহনীয় ও কষ্টকর করে তুলতে পারে।সুতরাং এমন পর্যায়ের কাউকে আবার ওজু করার নির্দেশ দেয়া হবে না।এবং খুজতে আদেশ করা হবে না যে,কিছু বের হল কি না? বরং তার উপর দায়িত্ব হল সে প্রথমে ইস্তেঞ্জা করবে,তারপর লজ্জাস্থানে পানি ছিটিয়ে দিবে।যাতেকরে তার সামনে ওয়াসওয়াসার দরজা সমূলে ধংশ হয়ে যায়।অতঃপর সে অজু করবে এবং নামায পড়বে।সে শয়তানের প্ররোচনার দিকে ভ্রুক্ষেপ করবে না যে,কিছু বের হয়েছে কি না।
কিন্তু যদি কারো ঈয়াকিন বা পূর্ণ বিশ্বাস হয় যে,কিছু বের হয়েছে,তাহলে এমতাবস্থায় সে আবার অজু করতে হবে।সেজন্য আপনি রোমাল বা টিস্যু ইত্যাদি লজ্জাস্থানে রেখে পরীক্ষা করে দেখতে পারেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4271
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সন্দেহ দ্বারা অজু ভঙ্গ হবে না। আপনি আপনার নামায চালিয়ে যান, যখন বায়ূর আওয়াজ শুনবেন, অথবা নাকে গন্ধ আসবে, তখন নতুন করে অজু করে নামায পড়বেন, নতুবা পূর্বের অজু দ্বারাই নামায চালিয়ে যাবেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/293
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শরীয়তে ইসলামি সহজতার উপর নির্ভরশীল। শরীয়ত চায় না মানুষ কষ্টে নিপতিত হোক।আল্লাহ তা'আলা বলেন,
يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ
আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না(সূরা বাক্বারা-১৮৫)
রাসূলুল্লাহ সাঃ বলেন,
(إِنَّ الدِّينَ يُسْرٌ)
নিশ্চয় দ্বীনে ইসলাম সহজ।(সহীহ বুখারী-৩৯)
আপনার প্রশ্ন থেকে আমরা যা বুঝেছি,আপনার এ বিষয়টা হয়তো মনস্তাত্ত্বিক। এটা শয়তানের পক্ষ্য থেকে ওয়াসওয়াসা।যাতে করে শয়তান আপনাকে কষ্টে নিপতিত করে।এবং শেষ পর্যন্ত ইবাদতকে আপনার নিকট অসহনীয় ও কষ্টকর করে তুলতে পারে।সুতরাং এমন পর্যায়ের কাউকে আবার ওজু করার নির্দেশ দেয়া হবে না।এবং খুজতে আদেশ করা হবে না যে,কিছু বের হল কি না? বরং তার উপর দায়িত্ব হল সে প্রথমে ইস্তেঞ্জা করবে,তারপর লজ্জাস্থানে পানি ছিটিয়ে দিবে।যাতেকরে তার সামনে ওয়াসওয়াসার দরজা সমূলে ধংশ হয়ে যায়।অতঃপর সে অজু করবে এবং নামায পড়বে।সে শয়তানের প্ররোচনার দিকে ভ্রুক্ষেপ করবে না যে,কিছু বের হয়েছে কি না।
কিন্তু যদি কারো ঈয়াকিন বা পূর্ণ বিশ্বাস হয় যে,কিছু বের হয়েছে,তাহলে এমতাবস্থায় সে আবার অজু করতে হবে।সেজন্য আপনি রোমাল বা টিস্যু ইত্যাদি লজ্জাস্থানে রেখে পরীক্ষা করে দেখতে পারেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4271
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
সন্দেহ দ্বারা অজু ভঙ্গ হবে না। আপনি আপনার নামায চালিয়ে যান, যখন বায়ূর আওয়াজ শুনবেন, অথবা নাকে গন্ধ আসবে, তখন নতুন করে অজু করে নামায পড়বেন, নতুবা পূর্বের অজু দ্বারাই নামায চালিয়ে যাবেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/293
(২) AI ভয়েস দিয়ে ভিডিও এডিটিং জায়েয হবে যদি তাতে ধোকা প্রতারণা ও মিথ্যা না থাকে। নতুবা জায়েয হবে না।
(৩)গ্রাফিক্সের কাজে কঙ্কালের ছবি ব্যবহার করার রুখসত থাকবে যদি জরুরত থাকে। নতুবা জায়েয হবে না।
(৪) বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে থাকতে পারবে। তবে বিয়ের পর ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব তার স্বামীর। সমস্ত খরচাপাতি স্বামীকেই বহন করতে হবে। স্বামী ও বাবার বাড়ী লেকদের সম্মতিতে মেয়েরা বাবার বাড়ী থাকতে পারবে। এক্ষেত্রে অন্য করো ট্রিট করার কোনো অধিকার নাই।
(৫) উত্তম আখলাকের চেয়ে চেয়ে আল্লাহর কাছে কায়মনোবাক্যে দু'আ করবেন।
(৬) কোনো মেয়ে যদি চায় তার স্বামী দ্বিতীয় বিয়ে করবে না, শুধু তারই থাকবে, এর মাধ্যমে সো ইসলাম বিরোধী হবে না। কেউ যদি বলে, একাধিক বিয়ে আগে গণহারে হতো। ইসলাম সেটাকে লিমিটেড করেছে। এটা উম্মাহকে উত্তরণের কোনো বিধান না। এজন্য সে গোমরাহ হবে না। কেননা শরীয়তে শর্তারোপ করে বহু বহু বিবাহের অনুমতি দেওয়া হয়েছে।
(৭) কেউ যদি এই কথাগুলো বলে, সে অঠিক হবে না।