আসসালামু আলাইকুম উস্তায,
আমার নানী অনেক অসুস্থ, উনার একটা ইচ্ছা উনি একটা কাপড়ে আয়াতুল কুরসি সেলাই করবেন (কাউকে দিয়ে করাবেন)। কেউ মারা গেলে লাশ খাটিয়া তে রাখার পর যে কাপড় দিয়ে ঢাকে, এটা ওই কাপড় হিসেবে ইউজ করতে চাচ্ছেন যখন পরিবারের যেকোনো সদস্যই মারা যায় তার জন্য।
এখন আমি জানতে চাচ্ছি, এতে কি কোনো অসুবিধা আছে? যদি তার যথাযথ আদব, সম্মান বজায় থাকে তাহলে এমন কিছু বানানো উচিত হবে?