জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মোহরানা স্ত্রীর অধিকার।
সর্বনিম্ন মোহর ১০ দিরহাম,আর সর্বোচ্চ কোনো নির্দিষ্ট নেই।
এটি স্বামী ও তার অভিভাবক, এবং স্ত্রীর অভিভাবকগন স্ত্রীর অনুমতি স্বাপেক্ষে সন্তুষ্টি চিত্তে নির্ধারন করবেন।
,
যাহা নির্দিষ্ট হবে,স্বামীকে তাহা আদায় করতেই হবে।
স্বামী দেনমোহর আদায় না করলে তা ঋণ হিসেবে তার জিম্মায় বাকি থেকে যাবে।
স্ত্রী যদি উক্ত দেনমোহর মাফ না করে, আর স্বামীও তা পরিশোধ না করে, তাহলে কিয়ামতের ময়দানে স্বামীর অপরাধী সাব্যস্ত হবে। তাই দেনমোহরের টাকা পরিশোধ করে দেয়া জরুরী।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ [٥:٥]
তোমাদের জন্যে হালাল সতী-সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী-সাধ্বী নারী, যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান কর। [সূরা মায়িদা-৫]
وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ [٦٠:١٠]
তোমরা, এই নারীদেরকে প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের অপরাধ হবে না। [সূরা মুমতাহিনা-১০]
বিস্তারিত জানুনঃ-
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
প্রশ্নে উল্লেখ রয়েছেঃ-
বাড়ীর লোক ১ লক্ষ টাকা মোহরানা করে কিন্তু এতে আমি সম্মতি ছিলাম না। কিন্তু পরবর্তীতে যখন করে ফেলে তখন আমি একমত হয় যে ইংশাআল্লাহ যেটা কাবিননামায় লিখছে ওটাই দিবো।
উক্ত বিবরণ মতে আপনাকে মোহরানা হিসেবে ১ লক্ষ টাকা পরিশোধ করতে হবে।
তবে যদি আপনার স্ত্রী সন্তুষ্টি চিত্তে আপনাকে আংশিক মাফ করে দেয়,সেক্ষেত্রে বাকিটুকু দিলেই চলবে।
যেমন,আপনি ৬০ হাজার টাকা দেয়ার পর আপনার স্ত্রী যদি সন্তুষ্টি চিত্তে বলে যে আমি বাকি মোহরামা মাফ করে দিলাম।
এটার উপর আর আমার দায় নেই,তাহলে বাকি ৪০ হাজার টাকা আপনার আর শোধ করতে হবেনা।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
واتوا النساء صدقاتهن نحلة فان طبن لكم عن شيئ منه نفسا فكلوا هنيئا مرئيا
এবং তোমরা নারীদেরকে দাও তাদের মোহর খুশিমনে। এরপর তারা যদি স্বেচ্ছায় স্বাগ্রহে ছেড়ে দেয় কিছু অংশ তোমাদের জন্য তাহলে তা স্বচ্ছন্দে ভোগ কর।
(সূরা নিসা : ৪)
(০২)
মোহরানা সমপরিমাণ টাকা দিয়ে যদি স্বর্ণের অলংকার দেওয়া হয় তাহলে তা পরিশোধ হবে।
উল্লেখ্য, আপনি যেহেতু ওয়াদা করেছিলেন যে সামর্থবান হওয়ার পর আপনার স্ত্রীর যা যা লাগে সবই দিবেন,সুতরাং আপনি সামর্থবান হলে উক্ত ওয়াদা পূরন করবেন।