আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরত
একজন আমার বিকাশে কিছু পরিমান (৪,০০০)টাকা আনিয়েছিলেন। যিনি পাঠিয়েছেন, কেশ আউটের এক্সট্রা টাকা দেননি। তাই কেশ আউটের সময় চার্জ ছাড়া বাকি টাকা(৩,৯২০) বের করা যাবে। এখন, আরেকজন আমাকে কিছু টাকা (৩,০০০) দিয়েছেন উনার বিকাশে দেওয়ার জন্য। তাই আমি আমার বিকাশ থেকে সেন্ড মানি করেছি। এতে উনি টাকা পেয়ে গেলেন আর আমার বিকাশের টাকা কেশ আউট করা প্রয়োজন হল না।(৩,০০০)টাকা আমার কাছে রয়ে গেলো।
(১,০০০)টাকা কেশ আউট করে দিয়ে দেবো।
এখন প্রশ্ন হলো, আমার বিকাশে যার টাকা ছিলো,উনাকে কি কেশ আউটের চার্জকৃত টাকা ছাড়া বাকি টাকা দিতে হবে,নাকি সেন্ড মানি করার দরুন কেশ আউটের টাকাটা আমার কাছে রয়ে গেছে,অইটা সহ দিতে হবে।
জাযাকাল্লাহু খাইরান