১।গোনাহের কাজ করতে গেলে যখন নিষেধের কথা মনে পড়ে তখনই মন্দির হিন্দুদের বা সকল বাতিল ধর্মের দিকে মন চলে যায় আর মনে মনে কুফরি শিরকের কাজ করার কথা বলতেই থাকে আমি বারবার চেষ্টা করেও ফিরাতে পারিনি এটা কি নফসের কারনে নাকি সয়তানের কারনে?
২। আবার গোনাহের কাজ ছাড়তে গেলে ১ং প্রশ্নের মত হয় কি কারনে
৩।আমারOcd এর সমস্যা ছিলো ডাক্তার দেখাইছি ঔষধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ সুস্থ ছিলাম যখনই প্রশ্ন করা শুরু করি আবার একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করি এখন আমি প্রশ্ন করা বন্ধ করে দিবো?
৪।আমার মেইন সমস্যা ইমান নিয়ে?
★আমি জানি ওসওয়াসা রোগীর প্রশ্নের উত্তর দেননা এই উওর দিলে প্রশ্ন না করা যদি ভালো হয় আমার চিকিৎসা করতে ভালো হবে মনে হয়